ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫
Sharenews24

সঞ্চয়পত্রের লভ্যাংশ গ্রহণ নিয়ে ইসলামে যা বলা হয়েছে

২০২৫ জানুয়ারি ০৯ ১২:৩৫:১৯
সঞ্চয়পত্রের লভ্যাংশ গ্রহণ নিয়ে ইসলামে যা বলা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ইসলামী শরীয়তে সুদ কঠোরভাবে নিষিদ্ধ এবং এটিকে ভয়াবহ গুনাহ হিসেবে বিবেচনা করা হয়েছে। কোরআন ও হাদিসে সুদের ভয়াবহতা এবং এর থেকে বিরত থাকার জন্য দৃঢ় নির্দেশনা প্রদান করা হয়েছে। সঞ্চয়পত্রের লভ্যাংশ, যেটি সুদের অন্তর্ভুক্ত, ইসলামি শরীয়তে গ্রহণ করা জায়েজ নয়।

আল্লাহ তায়ালা কোরআনে ইরশাদ করেছেন,"হে মুমিনগণ! তোমরা আল্লাহকে ভয় কর এবং সুদের যা বাকি আছে তা ছেড়ে দাও, যদি তোমরা মুমিন হয়ে থাক। আর যদি তোমরা তা না কর, তাহলে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও।" (সূরা বাকারা, আয়াত ২৭৮-২৭৯)এখানে সুদ পরিহারের জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

আরও বলা হয়েছে,"যারা সুদ খায়, তারা কিয়ামতের দিন এমনভাবে উঠবে, যেভাবে শয়তান দ্বারা পাগল করা হয়।" (সূরা বাকারা, আয়াত ২৭৫)

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সুদ সম্পর্কে বলেছেন,"সাতটি ধ্বংসাত্মক কাজ থেকে বাঁচো। সাহাবারা জিজ্ঞাসা করলেন, সেগুলো কী? তিনি বললেন, আল্লাহর সঙ্গে শিরক করা, জাদু করা, অন্যায়ভাবে মানুষ হত্যা করা, এবং সুদ খাওয়া।" (সহীহ বুখারি ও মুসলিম)

আরেকটি হাদিসে তিনি বলেন,"আমি স্বপ্নে দেখলাম, এক ব্যক্তি রক্তের নদীতে দাঁড়িয়ে আছে। যখনই সে নদী থেকে বের হতে চায়, নদীর তীরের এক ব্যক্তি তার মুখে পাথর ছুড়ে তাকে ফিরিয়ে দিচ্ছে। এই ব্যক্তি হল সুদখোর।" (সহীহ বুখারি)

সঞ্চয়পত্রের ক্ষেত্রে সরকার নির্দিষ্ট মেয়াদে বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেয় এবং এর বিপরীতে নির্ধারিত লভ্যাংশ প্রদান করে। এই লভ্যাংশ মূলত সুদের ভিত্তিতে নির্ধারিত, যা বিনিয়োগকারীদের অতিরিক্ত মুনাফা দেয়। ইসলামি শরীয়তে এটি সুদ হিসেবেই গণ্য হয়।

সঞ্চয়পত্রের মেয়াদে বিনিয়োগকারী মূলধন ফেরত পান না, বরং নির্ধারিত হারে লভ্যাংশ পান।এই লভ্যাংশ কোনও উপঢৌকন নয়, বরং সুদ।ইসলামী শরীয়ত সুদ গ্রহণ ও প্রদানে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

আল্লাহ তায়ালা সুদ থেকে বিরত থাকতে আদেশ করেছেন এবং সুদ গ্রহণকারীদের জন্য কঠোর শাস্তির ঘোষণা দিয়েছেন। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন,"আল্লাহ তার লানত দিয়েছেন সুদ গ্রহণকারী, সুদ প্রদানকারী, সুদের দলিল লেখক এবং সাক্ষীদের উপর।" (সহীহ মুসলিম)

যারা সঞ্চয়পত্রে বিনিয়োগ করেছেন, তাদের উচিত দ্রুত সুদ থেকে মুক্ত হওয়া এবং এই অর্থ কোনো দাতব্য কাজে ব্যয় করা, যাতে এটি ব্যক্তিগতভাবে ব্যবহার না হয়।

আল্লাহ আমাদের সবাইকে সুদ এবং সকল প্রকার হারাম কাজ থেকে বাঁচার তৌফিক দান করুন। আমীন।

পাঠকের মতামত:

লাইফ স্টাইল এর সর্বশেষ খবর

লাইফ স্টাইল - এর সব খবর



রে