ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

সন্তান জন্ম দিলেই মিলবে লাখ টাকা! জানুন বিস্তারিত

২০২৫ জানুয়ারি ০৯ ১৮:১৬:৩৬
সন্তান জন্ম দিলেই মিলবে লাখ টাকা! জানুন বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক: রাশিয়া সরকার জন্মহার বৃদ্ধির লক্ষ্যে তরুণীদের মাতৃত্বে উৎসাহিত করতে একটি নতুন নীতি চালু করেছে। এই নীতির অধীনে, ২৫ বছরের কম বয়সী নারী শিক্ষার্থীদের এককালীন ১ লাখ রুবল (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ১৫ হাজার টাকা) অনুদান দেওয়া হবে।

এই অনুদান পাওয়ার জন্য কিছু শর্ত রয়েছে:

আবেদনকারীকে অবশ্যই স্থানীয় বিশ্ববিদ্যালয় বা কলেজের পূর্ণকালীন ছাত্রী হতে হবে।

আবেদনকারীকে ২৫ বছরের কম বয়সী এবং কারেলিয়া অঞ্চলের বাসিন্দা হতে হবে।

তবে, এই অর্থ প্রদান করা হবে না মৃত শিশুর জন্ম দিলে।

রাশিয়ায় জন্মহার ঐতিহাসিকভাবে নিম্ন পর্যায়ে রয়েছে। ২০২৪ সালের প্রথম ছয় মাসে মাত্র ৫ লাখ ৯৯ হাজার ৬০০ শিশুর জন্ম হয়েছে, যা গত ২৫ বছরের মধ্যে সর্বনিম্ন। ২০২৩ সালের তুলনায় এই সংখ্যা ১৬ হাজার কম। এই পরিস্থিতিকে "জাতির ভবিষ্যতের জন্য বিপর্যয়কর" বলে মন্তব্য করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

কেএইচ

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে