ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫
Sharenews24

ইলিয়াসকে উপদেষ্টা বানানোর দাবি: সারজিস আলমের কথা কি সত্যিই ছিল

২০২৫ জানুয়ারি ০৯ ১৬:৩২:৩০
ইলিয়াসকে উপদেষ্টা বানানোর দাবি: সারজিস আলমের কথা কি সত্যিই ছিল

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি দাবী প্রচারিত হয়েছে, যেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমকে উদ্ধৃত করে বলা হয়, "ইলিয়াসকে উপদেষ্টা বানালে কেউ দালালি করার সুযোগ পেত না।" তবে এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বলে দাবি করেছে রিউমর স্ক্যানার।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে যে, সারজিস আলম কখনোই এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, এই দাবি প্রচারের জন্য কোন নির্ভরযোগ্য তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি। এছাড়া, দাবি করা ফটোকার্ডে কোনো গণমাধ্যমের লোগো বা নামও ছিল না, যা থেকে বোঝা যায় যে এটি কোনো গণমাধ্যমের পক্ষ থেকে প্রকাশিত হয়নি।

আরো অনুসন্ধানে, সারজিস আলমের ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করা হলে, সেখানে এই ধরনের কোনো পোস্ট বা মন্তব্যও পাওয়া যায়নি। সারজিস আলম তার ফেসবুকে নিয়মিতভাবে নানা তথ্য এবং মতামত শেয়ার করলেও, এই দাবির সপক্ষে কোনো তথ্য তিনি কখনো প্রকাশ করেননি।

এর আগেও ১৬ নভেম্বর, সারজিস আলম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে নিয়ে সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন, "ফারুকী তার পুরো সময় ক্ষমতার কাছে থাকার জন্য যেভাবে তোষামোদি করেছেন, তা অনুচিত।" তবে সেখানে ইলিয়াসকে উপদেষ্টা বানানোর বিষয়ে কিছু বলা হয়নি।

এছাড়া, গত ২৬ ডিসেম্বর এক ফেসবুক পোস্টে সারজিস আলম অন্তর্বর্তী সরকারের তরুণ তিন উপদেষ্টা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমকে বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হতে বলেছেন, কিন্তু সেখানে ইলিয়াস হোসেনের কোনো উল্লেখ ছিল না।

অতএব, "ইলিয়াসকে উপদেষ্টা বানালে কেউ দালালি করার সুযোগ পেত না" শীর্ষক মন্তব্য সারজিস আলম করেছেন এমন দাবি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।

মানজুর/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে