ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
Sharenews24

সরকারি চাকরিজীবীদের বড় সুখবর দিলেন জনপ্রশাসন সচিব

২০২৫ জানুয়ারি ০৯ ১৭:২০:৩০
সরকারি চাকরিজীবীদের বড় সুখবর দিলেন জনপ্রশাসন সচিব

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মচারীদের জন্য আগামী ৩০ জুনের মধ্যে মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান।

তবে কত শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে, সে সম্পর্কে কোনো পূর্বাভাস দেননি তিনি।

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, মহার্ঘ ভাতা নিয়ে ইতোমধ্যে দুটি সভা অনুষ্ঠিত হয়েছে এবং এবার পেনশনারদেরও মহার্ঘ ভাতা দেওয়া হবে।

মোখলেস উর রহমান আরও জানান, যেসব কর্মচারী মহার্ঘ ভাতা পাবেন, তাদের ইনক্রিমেন্টের সময় সেই ভাতা বেসিকের সঙ্গে যুক্ত হবে।

এক প্রশ্নের উত্তরে তিনি নিশ্চিত করে বলেন, ৩০ জুনের মধ্যে মহার্ঘ ভাতা দেওয়া হবে। তবে কত শতাংশ মহার্ঘ ভাতা হবে, সে বিষয়ে অর্থ উপদেষ্টা এবং অর্থসচিবের সঙ্গে আলোচনা করার পরামর্শ দেন তিনি।

মহার্ঘ ভাতা ঘোষিত হলে সরকারি কর্মচারীদের জন্য বর্তমানে চালু থাকা ৫ শতাংশ হারে প্রণোদনা অব্যাহত থাকবে কিনা, সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি জনপ্রশাসন সচিব।

তিনি বলেন, অনুমান করে এটা বলা ঠিক না। এ বিষয়ে আপনারা অর্থ উপদেষ্টা এবং অর্থ সচিবের সঙ্গে কথা বলতে পারেন।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে