ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫
Sharenews24

যে নিয়মে ভারতে ভিসার মেয়াদ বেড়েছে শেখ হাসিনার

২০২৫ জানুয়ারি ০৯ ১৮:১০:০৫
যে নিয়মে ভারতে ভিসার মেয়াদ বেড়েছে শেখ হাসিনার

নিজস্ব প্রতিবেদক: প্রতিবেশী ভারত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ থাকা সত্ত্বেও “অতিথি নারায়ণ”—এই প্রাচীন নিয়মকে কাজে লাগিয়ে তার ভিসার মেয়াদ বৃদ্ধি করেছে।

গত সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় গ্রেফতারি পরোয়ানা জারি করে এবং সরকার তার পাশাপাশি ৯৭ জনের পাসপোর্ট বাতিল করে।

তবে এসব বিষয়কে গুরুত্ব না দিয়ে দিল্লি আবারও দেশটিতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট এক গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা দেশ ত্যাগ করে নয়াদিল্লিতে আশ্রয় নেন। ঢাকা তাকে ফিরিয়ে দিতে চাইলে, ভারত সেই অনুরোধে সাড়া না দিয়ে তার ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

ভারতের সরকারি একটি সূত্র জানিয়েছে, বারবার অতিথিদের দেবতার মতো সম্মান দেওয়ার যে নীতি রয়েছে, তারই অনুসরণ করে হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

এছাড়া সূত্রটি উল্লেখ করেছে, ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর দীর্ঘদিন ভারতের মাটিতে অবস্থান করেছিলেন শেখ হাসিনা।

গত বছরের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন শুরু হলে, শান্তিপূর্ণ এই আন্দোলনে সরকারী দলের নেতা ও আইনশৃঙ্খলাবাহিনী হামলা চালায়। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আন্দোলন ক্রমে হাসিনা বিরোধী আন্দোলনে রূপ নেয়।

সেই আন্দোলন দমাতে সরকারী বাহিনী গুলি চালিয়ে বহু মানুষের প্রাণ নেন। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে, প্রতিবাদকারীরা ৫ আগস্ট হাসিনার সরকারি বাসভবনে প্রবেশ করে; এরপর বাঁচার জন্য তিনি পালিয়ে দিল্লি যেতে বাধ্য হন।

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে