ঢাকা, বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
Sharenews24

এবার পতনের শীর্ষ তালিকাজুড়ে ‘জেড’র শেয়ার

২০২৫ জানুয়ারি ০৯ ১৭:০৭:২৩
এবার পতনের শীর্ষ তালিকাজুড়ে ‘জেড’র শেয়ার

নিজস্ব প্রতিবেদক: চলতি সপ্তাহের শুরু থেকে গতকাল বুধবার (০৮ জানুয়ারি) পর্যন্ত শেয়ারবাজারে দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় ‘জেড’ ক্যাটাগরি শেয়ারের আধিপত্য লক্ষ্য করা গেছে। বিপরীতে দাম পতনের শীর্ষ তালিকায় ‘জেড’ ক্যাটাগরির শেয়ার ছিল কদাচিত।

কিন্তু আজ সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার দর পতনের শীর্ষ তালিকাজুড়ে বিরাজ করছে ‘জেড’ ক্যাটাগরির শেয়ার। পতনের শীর্ষ তালিকায় ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরির শেয়ার কমেছে।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ দর পতনের শীর্ষ ১২ কোম্পানির তালিকায় উঠে এসেছে আরএসআরএম স্টিল, সাউথবাংলা ব্যাংক, অরিয়ন ইনফিউশন, অলিম্পিক অ্যাক্সেসরিজ, ন্যাশনাল ফিড মিল, তুংহাই নিটিং, আইসিবি ইসলামী ব্যাংক, হামিদ ফেব্রিক্স, ফারইস্ট লাইফ, ফনিক্স ফাইন্যান্স, ঢাকা ডাইং ও জেনারেশন নেক্সট লিমিটেড।

কোম্পানিগুলোর মধ্যে তালিকার তৃতীয় স্থানে থাকা অরিয়ন ইনফিউশন ‘এ’ ক্যাটাগরির শেয়ার এবং দ্বিতীয় ও অষ্টম স্থানে থাকা হামিদ ফেব্রিক্স ‘বি; ক্যাটাগরির শেয়ার।

পতনের শীর্ষ তালিকায় থাকা বাকি ৭টি কোম্পানির শেয়ার ‘জেড’ ক্যাটাগরির। তবে কোম্পানিগুলোর শেয়ার অন্যান্য দিন যে ভলিউমে লেনদেন হয়েছে, আজ লেনদেন কমে গেছে।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে