ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫
Sharenews24

যেসব পণ্যে কর দ্বিগুণ করল সরকার

২০২৫ জানুয়ারি ০৮ ১৯:৫৭:৫১
যেসব পণ্যে কর দ্বিগুণ করল সরকার

নিজস্ব প্রতিবেদক:এনবিআর (জাতীয় রাজস্ব বোর্ড) ৫০টিরও বেশি পণ্য ও সেবায় মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং অন্যান্য কর বাড়ানোর পর এবার মোটরসাইকেল, রেফ্রিজারেটর, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ও কম্প্রেসর উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিদ্যমান কর দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে।

এনবিআর বুধবার (৮ জানুয়ারি) জানিয়েছে, এসব খুচরা যন্ত্রাংশসহ ফ্রিজ, রেফ্রিজারেটর, এয়ারকন্ডিশনার, কম্প্রেসর ও মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর অর্জিত আয়ের ওপর ২০ শতাংশ আয়কর নির্ধারণ করা হয়েছে। পূর্বে এই প্রতিষ্ঠানগুলো ১০ শতাংশ কর প্রদান করত।

এই সিদ্ধান্তের জন্য কিছু শর্ত আরোপ করা হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য:

  • প্রতিষ্ঠানটি কোম্পানি আইন, ১৯৯৪ এর অধীনে নিবন্ধিত হতে হবে।
  • আয়কর আইন, ২০২৩ এর ধারা ৭৬ অনুযায়ী বিধানাবলি মেনে চলতে হবে।
  • প্রতিষ্ঠানে নিজস্ব মোল্ড ও ডাইস তৈরি করার ক্ষমতা থাকতে হবে।
  • প্রতিষ্ঠানটির নিজস্ব পলি ইউরিথিন ফোমিং প্ল্যান্ট, পাউডার কোটিং প্ল্যান্ট এবং সক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট থাকতে হবে।
  • এনবিআরের অনুমোদন গ্রহণ করতে হবে এবং পূর্ববর্তী প্রতিষ্ঠানের পুনর্গঠন বা মেশিনারি স্থানান্তরের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়া যাবে না।

এছাড়া, শর্ত পূরণ না করলে এনবিআর সেই প্রতিষ্ঠানটির অনুমোদন প্রত্যাহার করতে পারবে।

বর্তমানে, এসব শিল্প প্রতিষ্ঠান তাদের আয়ের ওপর ১০ শতাংশ কর প্রদান করে এবং যন্ত্রপাতি, যন্ত্রাংশ ও উপকরণ আমদানিতে ২ শতাংশ অগ্রিম আয়কর (এআইটি) দিচ্ছে। এই নীতি ২০৩২ সাল পর্যন্ত বলবত থাকার কথা ছিল।

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে