সৌদিতে অন্যের লাইসেন্সে কর্মী প্রেরণ, তারপর যত বিড়ম্বনা

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবে খাবার সরবরাহের কাজ। বেতন হবে দেড় থেকে দুই হাজার রিয়াল। এমন ভালো চাকুরীর প্রলোভন দেখিয়ে ট্রাস্ট কর্নার ওভারসিজ নামের একটি রিক্রুটিং এজেন্সি ৬০ জন কর্মী পাঠায়। এজন্য প্রত্যেকের কাছ থেকে নেওয়া হয় চার লাখ ৭০ হাজার টাকা।
কথা ছিল, সৌদি আরবে পৌঁছার তিন দিনের মধ্যে মিলবে কাজ। কিন্তু সেখানে যাওয়ার চার মাস পার হলেও এসব কর্মীরা কোনো কাজ পাননি। উল্টো শারীরিক ও মানসিক নির্যাতন ভোগ করতে হচ্ছে।
জানা গেছে, ট্রাস্ট কর্নার ওভারসিজ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত নয়। তারা অন্য একটি রিক্রুটিং এজেন্সি পাবলিক কেয়ার ওভারসিজের (আরএল-২০৪২) লাইসেন্স ব্যবহার করে কর্মীদের পাঠিয়েছে। চলতি বছরের মার্চ মাসে এসব কর্মী সৌদি আরবে যান।
এই বিষয়ে বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) বরাবর অভিযোগ করেছেন কর্মীরা। যে দুই রিক্রুটিং এজেন্সি এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তারা কর্মীদের এই দুরবস্থার ব্যাপারে কোনো দায় নিচ্ছে না। পরস্পরের ওপর দোষ চাপাচ্ছে তারা।
দেশে ফিরে কর্মীদের অভিযোগ
সৌদি আরবে কাজ করতে যান নীলফামারীর সৈয়দপুর উপজেলার মুন্সিপাড়া গ্রামের বাসিন্দা মাহির তাজোয়ার খান মর্ম। তিনি রিক্রুটিং এজেন্সি ট্রাস্ট কর্নার ওভারসিজকে চার লাখ ৭০ হাজার টাকা দেন। মর্ম জানতেন, সৌদি আরবে যাওয়ার পর তিনি ১৭ হাজার রিয়াল বেতনে রেস্তোরাঁয় খাবার সরবরাহের কাজ পাবেন। কিন্তু সেই কাজ তো তিনি পেলেনই না, উল্টো যাওয়ার এক মাস পর থেকে তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চলতে থাকে।এক পর্যায়ে মর্ম সহ্য করতে না পেরে দেশে ফিরতে চান। সে সময় তাঁকে ১৫ হাজার রিয়াল মুক্তিপণ দিয়ে ফিরে আসতে হয়, যা বাংলাদেশি টাকায় চার লাখ ৭২ হাজার টাকা।
দেশে এসে বিএমইটি বরাবর এই বিষয়ে অভিযোগ করেন মাহির তাজোয়ার খান মর্ম। লিখিত অভিযোগে তিনি বলেন, ‘সৌদি আরব যাওয়ার পর জেদ্দার একটি বাসায় আমাকে রাখা হয়। সেখানে প্রতিদিন দুই বেলা ভাত ও ডাল খেতে দেওয়া হতো। এভাবে এক মাস পার হওয়ার পরও আমাকে আমার কাজ বুঝিয়ে দেওয়া হয়নি। একদিন হঠাৎ বাসার সুপারভাইজার আমাকে তাঁর রুম পরিষ্কার করতে বলেন। আমি প্রতিবাদ করে আসল কাজটা বুঝে পেতে চাই। এতে তিনি আমাকে গালাগাল ও শারীরিক নির্যাতন করেন। সুপারভাইজার আমাকে জানিয়ে দেন, আমি কাজ পাব না।’ অভিযোগে মর্ম বলেন, ‘আমি দেশে ফিরতে চাইলে সুপারভাইজার আমার পাসপোর্ট ছিনিয়ে নেন এবং ১৫ হাজার রিয়াল দাবি করেন। বিষয়টি আমার পরিবারকে জানাই। আমার পরিবারের পক্ষ থেকে তখন ট্রাস্ট কর্নারের স্বত্বাধিকারী মিনহাজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দ্রুত এ সমস্যার সমাধানের আশ্বাস দেন। সুপারভাইজার আমার পরিবারের যোগাযোগের দু-তিন ঘণ্টার মধ্যে আমাকে একটি গাড়িতে করে আরেক জায়গায় নিয়ে যান। সেখানে উপস্থিত সবাই মিলে আমাকে গালাগাল ও শারীরিক নির্যাতন করতে থাকে। আমাকে তারা বলে, এখান থেকে মুক্তি পেতে হলে ১৫ হাজার রিয়াল দিয়েই মুক্তি পেতে হবে। নইলে তারা আমাকে পুলিশে দেবে।’
মর্ম বলেন, ‘এ ব্যাপারে এজেন্সি আমাকে কোনো সাহায্য করেনি এবং ব্যবস্থাও নেয়নি। আমি দেশে ফেরত আসার পরে যখন ক্ষতিপূরণ চেয়েছি, তখন তারা বলেছে ক্ষতিপূরণ দিতে পারবে না। তারা সেখানকার লোকদের সঙ্গে যুক্ত রয়েছে। তারা প্রলোভন দেখিয়ে অনেক কর্মীকে আটকে রেখেছে। তারা সবাই এই চক্র থেকে মুক্তি পেতে চায়।’
মর্ম থেকে জানা যায়, সেখানে এই রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যাওয়া আরো প্রায় ৬০ জন কর্মী এভাবে আটকে রয়েছেন। না পাচ্ছেন কাজ, না পারছেন দেশে ফিরে আসতে। এদের একজন কুমিল্লা সদর এলাকার বাসিন্দা মোহাম্মদ সাকিব। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, “আমরা যখন দেশ থেকে আসি, আমাদের বলা হয়েছিল আমরা তাঁর রেস্টুরেন্টে কাজ করব। আমাদের ১০ ঘণ্টা কাজ করতে হবে। আমাদের এক হাজার ৮০০ রিয়াল বেতন দেবেন। কিন্তু আজকে তিন মাস ধরে তাঁরা শুধু বসিয়ে রাখছেন, কোনো কাজ দেন না। যখনই কাজ চাই তখনই বলেন, ‘হবে, এখন আমরা যা বলি, তা করো।’ তাঁদের কাজ না করতে চাইলেই নির্যাতন শুরু করে দেন। আমরা এই জায়গা থেকে মুক্তি চাই।”
অন্য এজেন্সির লাইসেন্স ব্যবহার
রিক্রুটিং এজেন্সি ট্রাস্ট কর্নার ওভারসিজের ব্যাপারে খোঁজ নিতে গিয়ে জানা যায়, এই রিক্রুটিং এজেন্সির কোনো লাইসেন্স নেই। এখন প্রশ্ন হলো, লাইসেন্স না থাকলে কিভাবে তারা বিএমইটির ছাড়পত্র পেল?
মর্ম জানান, তাঁদের বিএমইটির সব কাগজপত্র হয়েছে রিক্রুটিং এজেন্সি পাবলিক কেয়ার ওভারসিজের নামে। কেন তারা আরেক এজেন্সির লাইসেন্সে ছাড়পত্র নিল—জানতে চাইলে মর্ম বলেন, ‘ট্রাস্ট কর্নার থেকে আমাকে বলা হয়েছিল যে যাদের লাইসেন্স নেই তারা পাবলিক কেয়ার ওভারসিজের মাধ্যমে কর্মী পাঠিয়ে থাকে। পাবলিক কেয়ার ও ট্রাস্ট কর্নার একসঙ্গে কাজ করে বলে ট্রাস্ট কর্নার থেকে জানানো হয়েছিল।’
দায় নিচ্ছে না কেউ
যেহেতু এক এজেন্সির লাইসেন্স ব্যবহার করে আরেক এজেন্সি কর্মী পাঠিয়েছে তাই দুজনের কেউই এই কর্মীগুলোর দায় নিচ্ছে না। মর্ম, সাকিবের অভিযোগের সমাধান কী হবে—এই বিষয়ে ট্রাস্ট কর্নারের স্বত্বাধিকারী মিনহাজুর রহমান সংবাদ মাধ্যমকে জানান, যাদের লাইসেন্স ব্যবহার করে কর্মীগুলো গেছেন, তারাই এর দায় নেবে। তিনি বলেন, ‘তাঁরা তো আসলে আমাদের কর্মী নন। যাদের লাইসেন্স ব্যবহার করে যান, তারাই সব কিছু করে। এ বিষয় বিএমইটিতে যার নামে আরএল হয়েছে, সে বুঝবে; কর্মীদের যে কোম্পানি নিয়েছে, সেই কোকম্পানি বুঝবে।’
তাহলে কেন অন্য রিক্রুটিং এজেন্সির লাইসেন্স ব্যবহার করে আপনারা কর্মী পাঠালেন—এই বিষয়ে তিনি সদুত্তর দিতে পারেননি।
রিক্রুটিং এজেন্সি ট্রাস্ট কর্নারের বক্তব্যের বিষয়ে পাবলিক কেয়ার ওভারসিজের স্বত্বাধিকারী সোহেল আহমেদ মিয়াজি নিজের ওপর কিছুটা দায় নিলেও কথার মাধ্যমে বুঝিয়ে দিলেন—এ দায় আসলে তাঁর নয়। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘আমরা শুধু ভিসা প্রসেসিং করি। আমরা ভিসা দিই না বা কাউকে ভিসা দিয়ে পাঠাইও না। আমার কাজ ছিল শুধু প্রসেস করে দেওয়া। এরপর কর্মী কাজ পাচ্ছেন নাকি পাচ্ছেন না, এগুলো আমরা জানি না। এখন প্রসেসিংয়ে যখন আমার লাইসেন্স ব্যবহার করা হয়েছে, তখন এটার দায়ভার আমার কাঁধে আসে।’
তবে দায় কার
যেহেতু দুটি রিক্রুটিং এজেন্সি এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাই দুজনকেই এর দায় নিতে হবে বলে জানিয়েছেন বায়রার যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফকরুল ইসলাম। তিনি বলেন, ‘অভিবাসী আইনের মতে, এই কর্মীগুলো বিএমইটির ছাড়পত্র যে এজেন্সির লাইসেন্স ব্যবহার করে পেয়েছেন, এজেন্সিকেই এর দায়ভার নিতে হবে। তবে আমাদের অনেক রিক্রুটিং এজেন্সি রয়েছে, যাদের লাইসেন্স নেই বা সৌদি দূতাবাসের তালিকায় নেই। তারা লাইসেন্সওয়ালা রিক্রুটিং এজেন্সির লাইসেন্স নিয়ে কর্মী পাঠিয়ে থাকে। তখন ওই এজেন্সিকেও দায়িত্বটা নিতে হয়। কারণ যার লাইসেন্স ব্যবহার করা হচ্ছে, সে আসলে এ বিষয় কোনো তথ্যই জানে না। অর্থাৎ এখানে দুজনকেই দায়িত্ব নিতে হবে।’
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন এই বিষয়ে সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমরা এ ব্যাপারে আমাদের মোবাইল কোর্ট পরিচালনা করছি। পাশাপাশি লাইসেন্সবিহীন এজেন্সিগুলো যাতে কর্মীবিষয়ক কোনো প্রচারণা করতে না পারে সে বিষয়ে আমরা পদক্ষেপ নিচ্ছি। এতে কর্মী ভোগান্তি কমে আসবে।’
মিজান/
পাঠকের মতামত:
- দ্রুত সংস্কার করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার তাগিদ প্রধান উপদেষ্টার
- ৫২ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন অবস্থানে ৯ শেয়ার, বিপাকে বিনিয়োগকারীরা
- গাজা নিয়ে ‘সুর নরম’ ইসরায়েলের
- বাংলাদেশের কর্মসূচি নিয়ে যা বললো ইসরায়েলি গণমাধ্যম
- বিএনপির সহ-সভাপতির হঠাৎ দলবদল
- বন্ধ বিদ্যুৎকেন্দ্র, দেশে লোডশেডিংয়ের নতুন শঙ্কা
- বিমানের জানালা খোলা রাখা হয় যে কারণে
- দেশে স্বর্ণের দামে নতুন রেকর্ড
- ‘জংলি’ দেখে জীবন বদলে দেওয়া সিদ্ধান্ত দম্পতির
- বিএনপির সিনিয়র নেতাদের প্রতি সারজিসের কঠোর বার্তা
- ‘মার্চ ফর গাজা’র ঘোষণাপত্র ও অঙ্গীকারনামায় যা আছে
- ওবায়দুল কাদেরকে ঘিরে নতুন বিতর্ক
- মোবাইল খোয়ালেন মাহমুদুর রহমান
- হা-মীম গ্রুপের কারখানা পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত
- যে ৫ অভ্যাসে ওজন বাড়ে
- সিঙ্গাপুর থেকে ফিরে যে কারণে মিরপুরে তামিম
- হাতকড়া পরা শিশুর ছবি ভাইরাল, জানা গেল প্রকৃত ঘটনা
- ক্ষমা চেয়ে ৩ নেতার পদত্যাগ
- জার্মানি নাগরিকত্ব আইনে বড় পরিবর্তন
- ‘মার্চ ফর গাজা’র ঘোষণাপত্র পাঠ করলেন মাহমুদুর রহমান
- মার্কেট লিডারে নতুন দুই কোম্পানির আগমন
- ফিলিস্তিনের স্বাধীনতা চেয়ে আজহারীর স্লোগান
- পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্প
- তিন বছরে সর্বনিম্নে ডলারের মান
- দেশে ফিরেই মিরপুরে চলে গেলেন তামিম
- তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
- ড. ইউনূসকে ৫ বছর ক্ষমতায় চেয়ে চিঠি
- সম্পর্ক না থাকলেও বাংলাদেশ থেকে ইসরায়েলে রপ্তানি হচ্ছে পণ্য
- নতুন করে যে নির্দেশনা দিল ডিএমপি
- রাজধানীর সব পথ মিলেছে এক মোহনায়
- ‘চাচা, শেখ হাসিনা কোথায়’
- ৫৪ বছর পর পাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায়
- দুই কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের সন্তুষ্টি
- বিশ্ব বাজারে পোশাক রফতানি নিয়ে নতুন সংকট
- ভারতীয় নাগরিক ও চার প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
- বড় ভূমিকম্পের ‘শঙ্কা’, ঝুকিতে ঢাকা
- সাকিবের বিচার এই দেশের মাটিতেই হবে: আমিনুল
- হাসিনার মোটিফে আগুন যা বলছে ফায়ার সার্ভিস
- গুলশানের বিতর্কিত ফ্ল্যাটের চাঞ্চল্যকর তথ্য
- কলকাতা-লন্ডনে সাবেক মন্ত্রীদের ‘গোপন ঠিকানা’ ফাঁস
- ভুলেও ফ্রিজে রাখবেন না যে ফল
- শেয়ারবাজারের গুরুত্বপূর্ণ ১৬ সংবাদ
- ‘সুন্দর গোসল চাই’ এই দাবিতে ট্রাম্পের নতুন ঘোষণা
- ফাঁস হলো ওবায়দুল কাদেরের কলকাতার ঠিকানা
- পাগলা মসজিদে রেকর্ড পরিমাণ দান
- ১২ এপ্রিল বাংলাদেশি টাকায় বিভিন্ন দেশের আজকের টাকার রেট
- হাসিনা নন, মোদির ‘গুরু’ এখন ড. ইউনূস
- যুদ্ধ বন্ধের জন্য এক হাজার ইসরাইলি বিমান সেনার চিঠি
- ৬ মাসের মধ্যে বিদেশে পাচার করা সম্পদ জব্দ করা হবে
- ইস্টার্ন হাউজিংকে সরকারি জমি দিতে টিউলিফের জালিয়াতির প্রমাণ
- তাপসের সন্ধান দিলেন ডিবি হারুন
- একই দিনে বাংলাদেশ ও ভারতে নিষেধাজ্ঞা
- স্টারলিংক আসছে বাংলাদেশে: মাসিক খরচ এবং সুবিধাগুলো
- শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ভারতীয় গণমাধ্যমে চাঞ্চল্য
- ভারতীয় মিডিয়ায় শেখ হাসিনার অবস্থান নিয়ে নতুন আলোচনা
- শিক্ষক নিয়োগে নতুন নিয়ম নিয়ে আসছে
- ঘুম ভেঙেছে তিন ‘বনেদী শেয়ারের’
- ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ফেরানোর উদ্যোগ
- ইসারায়েলি পণ্য চেনার উপায়
- তিন সন্তানের জননীর অবাক করা কাণ্ড
- টিসিবি কার্ডধারীদের জন্য সুখবর
- ১ মিনিটে তামান্নার জামিন নিয়ে আদালতে হইচই
- ১২ এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে যা ঘটবে জানালেন আহমাদুল্লাহ
- ডিভিডেন্ড ঘোষণার তারিখ জানিয়েছে ৮ কোম্পানি
- বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নতি না হলে যেসব ক্ষতির আশঙ্কা ভারতের