ঢাকা, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
Sharenews24

ভিয়েতনামে মিলবে ১০ বছরের গোল্ডেন ভিসা

২০২৫ এপ্রিল ১০ ২৩:৪৯:৫৩
ভিয়েতনামে মিলবে ১০ বছরের গোল্ডেন ভিসা

শেয়ারনিউজ প্রতিবেদন: দক্ষিণ এশিয়ায় ভ্রমণের ক্ষেত্রে তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনাম, যেখানে ২০২৪ সালে প্রায় ১ কোটি ৭৫ লাখ পর্যটক ভ্রমণ করবে। দক্ষিণ-পূর্ব এশিয়ার পর্যটন বাজারে ভিয়েতনামের এই অবস্থান দীর্ঘকাল ধরে সমস্ত ভ্রমণ দাতাদের আকর্ষণ করছে। দেশের সরকার বর্তমানে এই সাফল্য আরও সম্প্রসারিত করতে দীর্ঘমেয়াদি ভিসা প্রকল্প চালুর পরিকল্পনা গ্রহণ করছে।

এ লক্ষকে সামনে রেখে ভিয়েতনামের ট্যুরিজম অ্যাডভাইজরি বোর্ড প্রধানমন্ত্রীর কাছে ৫ থেকে ১০ বছরের গোল্ডেন ভিসা চালুর প্রস্তাব উপস্থাপন করেছে। এই উদ্যোগ থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা সক্ষমতা বজায় রাখার লক্ষ্যে গ্রহণ করা হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত এক সরকারি সভায় দেশটির প্রধানমন্ত্রী ফাম মিনহ চিন পর্যটন খাতের উন্নতির জন্য ভিসা নীতিকে সহজ করার নির্দেশ দিয়েছেন। গত বছর ৯০ দিনের ই-ভিসা চালুর পাশাপাশি ভিসামুক্ত দেশের তালিকা বাড়ানোর পর, দেশের পর্যটন খাতে নতুন গতির সৃষ্টি করবে বলে বিশেষজ্ঞদের ধারণা।

প্রস্তাবে বিনিয়োগকারীদের জন্য ১০ বছরের গোল্ডেন ভিসা ও পাঁচ বছর পর স্থায়ী বসবাসের সুযোগ নিশ্চিত করার কথা বলা হয়েছে। হো চি মিন সিটি, হ্যানয়, ডা নাং ও ফু কুওকের মতো মূল পর্যটন কেন্দ্রগুলোতে এই প্রকল্পের প্রাথমিক বাস্তবায়ন শুরু হতে পারে।

ভবিষ্যতে ২০২৬ সালের মার্চে লং থান আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ভিয়েতনামের লক্ষ্য ২ কোটি ৩০ লাখ বিদেশি পর্যটককে আকৃষ্ট করা। যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী অগ্রসর হয়, তবে দেশটি আগামী বছর মালয়েশিয়াকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে পৌঁছাতে সক্ষম হবে।

ভিয়েতনাম ইতোমধ্যে এক থেকে পাঁচ বছরের বিনিয়োগের ভিত্তিতে ভিসা প্রদান করে আসছে এবং গোল্ডেন ভিসার পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরির ভিসা রয়েছে। প্রথমত, ৫ বছরের ডিটি-১ ভিসার জন্য প্রায় ৩৩ কোটি ২৭ লাখ টাকা বিনিয়োগ করতে হবে।

দ্বিতীয়ত, ২৩ কোটি ১৫ লাখ টাকা বিনিয়োগ করলে পাওয়া যাবে ৫ বছরের জন্য ডিটি-২ ভিসা, এবং দেড় থেকে ২৩ কোটি টাকা বিনিয়োগ করে ৩ বছরের ডিটি-৩ ভিসা পাওয়া সম্ভব।

এছাড়া, ১ কোটি ৫০ লাখ টাকার নিচে বিনিয়োগের মাধ্যমে ১ বছরের ডিটি-৪ ভিসা পাওয়া যাবে।

পর্যটন বিশেষজ্ঞরা মনে করছেন, দীর্ঘমেয়াদি ভিসা এবং বিনিয়োগকারীদের জন্য স্থায়ী বসবাসের সুযোগ ভিয়েতনামকে আঞ্চলিক বিনিয়োগ ও পর্যটনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।

তবে অবকাঠামো উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণের উপরও যথাযথ মনোযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আলীম/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে