ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

প্রবাসী ভক্তদের মাথা ঘুরিয়ে দিলেন জায়েদ খান

২০২৪ মে ০১ ০৬:৪৬:০১
প্রবাসী ভক্তদের মাথা ঘুরিয়ে দিলেন জায়েদ খান

প্রবাস ডেস্ক : এবার অস্ট্রেলিয়া কাঁপাচ্ছেন জায়েদ খান। সেখানে রমরমা স্টেজ শো করেছেন। রোববার মেলবোর্নের টাউন হলে স্টেজ শোটি অনুষ্ঠিত হয়। সেখানে দর্শকদের মাতিয়েছেন তিনি।

সেখানকার বাঙালি দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন ‘সোনার চর’ সিনেমার এই নায়ক। স্টেজ থেকে ‘শিরায় শিরায় রক্ত, আমরা জায়েদ খানের ভক্ত’ বলে শ্লোগান দিচ্ছিলেন দর্শকরা। বিষয়টিতে বেশ মুগ্ধ হয়েছেন বলে জানিয়েছেন জায়েদ খান।

অনুষ্ঠানে ফিগার দেখিয়ে অস্ট্রেলিয়া প্রবাসী ভক্তদের মাথা ঘুরিয়ে দিলেন ঢাকাই ছবির মোস্ট এলিজিবল ব্যাচেলর জায়েদ খান। স্টেজে পারফর্ম করতে করতে একপর্যায়ে জামা খুলে ফেলেন সুদর্শন এই নায়ক।

এরপর স্থির হয়ে দাঁড়িয়ে দুই হাতের পেশী ফোলাতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন দর্শক সারিতে থাকা জায়েদ ফ্যানরা। এ ছাড়া ভক্তদের অনুরোধে মেলবর্নের ওই অনুষ্ঠানে দিতে হয়েছে ডিগবাজিও।

এসময় স্টেজে বেজে চলছিল জায়েদের লেস্টেস্ট সুপার-ডুপার হিট সং ‘বিড়ি খাইলে হয় ক্যানসার’ গানটি। অস্ট্রেলিয়ায় স্টেজ শো করতে গিয়েছেন জায়েদ খান।

রোববার মেলবোর্নের টাউন হলে হয়েছে অনুষ্ঠানটি। সেখানকার বাঙালি দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন ‘সোনার চর’ সিনেমার এই নায়ক।

স্টেজ থেকে ‘শিরায় শিরায় রক্ত, আমরা জায়েদ খানের ভক্ত’ বলে শ্লোগান দিচ্ছিলেন দর্শকরা। বিষয়টিতে বেশ মুগ্ধ হয়েছেন বলে জানিয়েছেন জায়েদ খান।

অনুষ্ঠানের একপর্যায়ে জায়েদ খানকে ডিগবাজি দেওয়ার জন্য চিৎকার করে অনুরোধ করেন দর্শকরা। এ বিষয়ে জায়েদ বলেন, বেশির ভাগ দর্শকই ডিগবাজির জন্য অনুরোধ করছিলেন।

স্টেজে দর্শকের জন্য ডিগবাজি দেওয়ার ব্যবস্থা ছিল। তাতে তিনজন দর্শক অংশগ্রহণ করেছেন। ডিগবাজিতে যিনি প্রথম হয়েছেন, সেই দর্শককে জায়েদের ছবিসহ বালিশের কভার উপহার দেওয়া হয়েছে। নায়কের হাত থেকেই পুরস্কার গ্রহণ করেছেন বিজয়ী দর্শক।

অস্ট্রেলিয়ায় আরও একটি পারফর্ম করবেন জায়েদ খান। আগামী ৫ মে সিডনির ওরিয়ন ফাংশন সেন্টারে অনুষ্ঠিত হবে বৈশাখী আড্ডা। সেখানে অতিথি হিসেবে পারফর্ম করবেন এই নায়ক।

শেয়ারনিউজ, ০১ মে ২০২৪

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে