ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
Sharenews24

খুলনা প্রিন্টিংয়ের শেয়ার এখন বিনিয়োগকারীদের গলার কাঁটা

২০২৫ জানুয়ারি ০৬ ১৯:২২:২৩
খুলনা প্রিন্টিংয়ের শেয়ার এখন বিনিয়োগকারীদের গলার কাঁটা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি খুলনা পেপার ও প্রিন্টিংয়ের শেয়ার দাম ১০ মাসের ব্যবধানে কমেছে ৪৮ টাকা ৩০ পয়সা বা ৮৫.২০ শতাংশ। ডিসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, ২০২৪ সালের ০২ ফেব্রুয়ারি তারিখে ডিএসই-তে খুলনা প্রিন্টিংয়ের শেয়ার দাম ছিল ৫৬ টাকা ৮০ পয়সা। যা গত ৩০ ডিসেম্বর, ২০২৪ তারিখে নেমে এসেছে ৮ টাকা ৫০ পয়সায়। এই সময়ে কোম্পানিটির শেয়ার দাম কমেছে ৪৮ টাকা ৩০ পয়সা বা ৮৫.২০ শতাংশ।

বর্তমানে কোম্পানিটির উৎপাদন বন্ধ রয়েছে। কোম্পানিটির মালিকপক্ষ ঋণ খেলাপি হয়ে দেশের বাইরে অবস্থান করছেন। যে কারণে গত ২০২১ থেকে বিনিয়োগকারীদের জন্য কোনো ডিভিডেন্ড দিচ্ছে না। উৎপাদন বন্ধ থাকায় প্রতিটি প্রান্তিকেই কোম্পানিটি ধারাবাহিকভাবে লোকসান দেখিয়ে আসছে।

এদিকে, মালিকপক্ষ দেশে না থাকায় কোম্পানিটি সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদনও প্রকাশ করেনি। যার ফলে অর্থবছর শেষ হলেও কোম্পানিটি ডিভিডেন্ড সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। এমন অবস্থায় কোম্পানিটির শেয়ার বিনিয়োগকারীদের গলার কাঁটা হিসাবে দেখা দিয়েছে।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে