ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি ২০২৫
Sharenews24

বেক্সিমকো দুই কোম্পানির ডিভিডেন্ড অনুমোদন

২০২৫ জানুয়ারি ০৩ ১৫:২৯:৪২
বেক্সিমকো দুই কোম্পানির ডিভিডেন্ড অনুমোদন

শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের দুই কোম্পানি- বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো লিমিটেড) এবং শাইনপুকুর সিরামিক ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) কোম্পানি দুটির প্রস্তাবিত ডিভিডেন্ড অনুমোদন করেছে।

বেক্সিমকোর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাইব্রিড প্ল্যাটফর্মের মাধ্যমে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত এজিএমে বেক্সিমকো লিমিটেড একটি ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড এবং শাইনপুকুর সিরামিক ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড (স্পন্সর ব্যতীত) অনুমোদন করেছে।

বেক্সিমকো লিমিটেডের এজিএমে সভাপতিত্ব করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ওকে চৌধুরী। কোম্পানির পরিচালক ইকবাল আহমেদ ও এবি সিদ্দিকুর রহমান এবং স্বতন্ত্র পরিচালক শাহ মঞ্জুরুল হক ও মাসুদ একরামুল্লাহ খান, নির্বাহী পরিচালক ও কোম্পানি সচিব মোঃ আসাদ উল্লাহ এবং প্রধান অর্থ কর্মকর্তা মোঃ লুৎফর রহমান এজিএমে উপস্থিত ছিলেন।

অন্যদিকে, শাইনপুকুর সিরামিকের এজিএমে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালক ওকে চৌধুরী। উপস্থিত ছিলেন পরিচালক ইকবাল আহমেদ, পরিচালক, ব্যারিস্টার ফাহিমুল হক, স্বতন্ত্র পরিচালক এবং নির্বাহী পরিচালক ও কোম্পানি সচিব মোহাম্মদ আসাদ উল্লাহ।

সমাপ্ত ২০২৩-২৪ অর্থবছরে বেক্সিমকো লিমিটেডের শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪১ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় ছিল ৭ টাকা ৯২ পয়সা।

অন্যদিকে, আলোচ্য অর্থবছরে শাইনপুকুর সিরামিকের শেয়ার প্রতি আয় হয়েছে ১৬ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় ছিল ৪১ পয়সা।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে