ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

প্রকাশ্যে প্রবাসীর উপর হামলা, কমিউনিটিতে আতঙ্ক

২০২৪ ফেব্রুয়ারি ০৮ ১৭:৩১:৩৯
প্রকাশ্যে প্রবাসীর উপর হামলা, কমিউনিটিতে আতঙ্ক

প্রবাস ডেস্ক : ওমানে জনসমাবেশে এক প্রবাসী পাকিস্তানিকে ছুরিকাঘাতের ঘটনায় বাংলাদেশীদের মধ্যেও উদ্বেগ ছড়িয়েছে। এ ঘটনার পর তার মৃত্যুর গুজবও দ্রুত ছড়িয়ে পড়ে।

তবে ভুক্তভোগীর স্বদেশি সহকর্মী গণমাধ্যমকে তার বেঁচে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। ওই পাকিস্তানির অবস্থা এখন বিপদমুক্ত।

এর আগে, রোববার (০৪ ফেব্রুয়ারি) সকালে মাস্কাটের মাওয়ালেহ কেন্দ্রীয় মার্কেটে উপস্থিত মানুষের চোখের সামনেই এই প্রবাসী পাকিস্তানির উপরে হত্যাচেষ্টার হামলা হয়।

পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার কিছুক্ষণ পরেই এ ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

এ ঘটনার একটি ভিডিওতে আহত পাকিস্তানিকে অসহায় অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়। জখমের কারণে রাস্তায় রক্ত ঝড়তে থাকে।

জানা গেছে, এ ঘটনায় অভিযুক্ত হামলাকারী আহত ব্যক্তির নিকটাত্মীয়। পূর্ব শত্রুতার জের ধরেই এই ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পর জড়িতদের গ্রেপ্তারে মাঠে নামে পুলিশ।

এক বিবৃতিতে রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারনিউজ, ০৮ ফেব্রুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে