ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫
Sharenews24

কুয়েতের ইকোপার্ক প্রবাসী দর্শনার্থীতে মুখর

২০২৪ ফেব্রুয়ারি ০৭ ২০:৪০:২১
কুয়েতের ইকোপার্ক প্রবাসী দর্শনার্থীতে মুখর

প্রবাস ডেস্ক : কুয়েতে গরমের সময় বাইরে যাওয়া বেশ কঠিন। এর কারণ বাইরে সূর্যের প্রখরতা অনেক বেশি। ফলে দেশের মরু অঞ্চলে অবস্থিত ইকোপার্কগুলো পর্যটকশূন্য হয়ে পড়ে। বিভিন্ন গাছপালা, ফুলের বাগান এবং কৃত্রিম হ্রদ থেকে শুরু করে পানি শুকিয়ে যায় এবং এলাকাগুলো মরুভূমিতে পরিণত হয়। তবে শীত শুরু হলেই এসব পর্যটন কেন্দ্রে দর্শনার্থীর সংখ্যা বেড়ে যায়।

এসময় পর্যটকদের কাছে আকর্ষণীয় করতে বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে প্রকৃতির‌ সৌন্দর্যের পাশাপাশি কৃত্রিম সৌন্দর্যবর্ধনও করা হয়। কায়াকিং বোট, ঘোড়া ও উটে চড়া, বিভিন্ন প্রজাতীর পশুপাখি দেখার সুযোগ, কৃত্রিম লেকের পাশে আড্ডা দেয়ারও ব্যবস্থা করা হয়। প্রবাসী বাংলাদেশিরাও কাজ করেন এসব পার্ক ও খামারে।

আবদোলীতে একটি পার্কের দায়িত্বে থাকা সোলেমান নামে এক প্রবাসী বাংলাদেশি গণমাধ্যমকে বলেন, গ্রীষ্মকালে পার্কটি বন্ধ থাকে। কারণ উচ্চ তাপমাত্রার কারণে বাইরে কিছুই করা যায় না। যেহেতু অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীত থাকে তাই বিভিন্ন দেশ থেকে অনেক পর্যটক এ সময় বেড়াতে আসেন।

পার্কটিতে ঘুরতে আসা প্রবাসী বাংলাদেশি পর্যটক সাথী সওকত, আমেনা আরিফ, রুবিনা ফাহিম, সোনিয়া লতিফ বলেন, কুয়েতে মরুভূমির মাঝেও যে এমন পার্ক আছে তা নিজ চোখে না দেখলে বিশ্বাসই হতো না। প্রবাসে কর্মব্যস্তময় জীবনে ছুটি পেলেই তারা ছুটে বেড়ান, খুঁজতে থাকেন নতুন কোন পর্যটন স্থান।

নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কুয়েতে শীত থাকে। সে সময় কুয়েতের মরু অঞ্চলে গড়ে ওঠে অনেক অস্থায়ী পর্যটনকেন্দ্র। এসব কেন্দ্রের দৃশ্য দেখে শীতকালে চিরাচরিত নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করেন প্রবাসীরা।

শেয়ারনিউজ, ০৭ ফেব্রুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে