ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫
Sharenews24

অবৈধ প্রবাসীদের সুখবর দিল লেবানন

২০২৪ ফেব্রুয়ারি ০৭ ০৬:৪৯:৩৯
অবৈধ প্রবাসীদের সুখবর দিল লেবানন

প্রবাস ডেস্ক : লেবাননে অবৈধভাবে বসবাসরতদের বৈধকরণ কর্মসূচি শুরু হয়েছে। দেশটিতে থাকা অনিয়মিত বাংলাদেশিরা বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন।

গত ০১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এই কা‍র্যক্রম বলে শনিবার (৩ ফেব্রুয়ারি) লেবাননের বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে বৈধকরণ কর্মসূচি সম্পর্কে গুরুত্বপূর্ণ আরও কিছু তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈধকরণ কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য লেবানন জেনারেল সিকিউরিটি বা আমলনামা অফিস থেকে দেওয়া আবেদন ফরম বা সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন ফরম পূরণ করতে হবে কর্মীদের।

এতে বলা হয়, আবেদন ফরম পূরণ করার জন্য কর্মীকে তার নতুন নিয়োগকারীকে সঙ্গে নিয়ে বাংলাদেশ দূতাবাসে উপস্থিত থাকতে হবে। দূতাবাসে উপস্থিত হওয়ার জন্য ফেব্রুয়ারি মাসে পাঁচ দিন নি‍র্ধারণ করা হয়েছে।

বৈধ হওয়ার আবেদন ফরম পূরণ করতে ফেব্রুয়ারির ১৩, ১৫, ১৮, ২৭ ও ২৯ তারিখ নিয়োগক‍‍র্তাসহ ক‍র্মীকে দূতাবাসে উপস্থিত হতে হবে।

শেয়ারনিউজ, ০৬ ফেব্রুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে