ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

ইতালিতে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

২০২৪ ফেব্রুয়ারি ০৪ ১০:১০:৪০
ইতালিতে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

প্রবাস ডেস্ক : ইতালিতে স্ট্রোক করে প্রাণ হারিয়েছেন আলমগীর হাওলাদার (৪০) নামে এক প্রবাসী বাংলাদেশি। শনিবার (০৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে ইতালির নেপোলি শহরে তার মৃত্যু হয়।

আলমগীর হাওলাদার শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিঝারি ইউনিয়নের দিগম্বরপট্টি এলাকার মৃত নুরু হাওলাদারের ছেলে।

জানা যায়, দুই বছর আগে লিবিয়া হয়ে ইতালি পৌঁছায় আলমগীর হাওলাদার। পরে ইতালির নেপোলি শহরে কাজ পান তিনি। শনিবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই তার মৃত্যু হয়।

নিহতের চাচাতো ভাই মনির হাওলাদার বলেন, আমার ভাইয়ের ছোট ছোট ৩টা ছেলে-মেয়ে আছে। তারা এতিম হয়ে গেলো। আমাদের একটাই দাবি, ভাইয়ের মরদেহ দেশে দাফন করতে চাই। সরকার যেন সেই ব্যবস্থা করে দেয়।

এ বিষয়ে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শংকর চন্দ্র বৈদ্য বলেন, বিষয়টি দুঃখজনক। পরিবারের আবেদনের ভিত্তিতে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করবো।

শেয়ারনিউজ, ০৪ ফেব্রুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে