ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

অবসর নিলেন বিশ্বকাপজয়ী ৪ উইন্ডিজ ক্রিকেটার

২০২৪ জানুয়ারি ১৯ ১৪:১২:৫৭
অবসর নিলেন বিশ্বকাপজয়ী ৪ উইন্ডিজ ক্রিকেটার

ক্রীড়া প্রতিবেদক : অস্ট্রেলিয়াকে ২০১৬ সালে পরাজিত করে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। সোনালি ট্রফি জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন আনিসা মোহাম্মদ, শাকেরা সেলমান, কিসিয়া নাইট ও কিশোনা নাইট। একসঙ্গে দেশকে বিশ্বকাপের শিরোপা উপহার দেওয়ার পর ক্রিকেটকে থেকেও বিদায়ও নিলেন একসঙ্গেই।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানিয়েছে, আর্ন্তজাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত বোর্ডকে জানিয়েছেন বিশ্বকাপজয়ী দলের ৪ ক্রিকেটার।

তাদের মধ্যে সফল ছিলেন আনিসা মোহাম্মদ। নিজের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ১৪১টি ওয়ানডে ও ১১৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই অলরাউন্ডার। মোট ৩০৫টি উইকেট শিকার করেছেন অফ স্পিনার আনিসা। মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০ উইকেট পাওয়া ক্রিকেটারদের একজন এই ক্যারিবিয়ান নারী।

উইন্ডিজের সাবেক সহ-অধিনায়ক শাকেরা সেলমানের ২০০৮ সালে ক্রিকেটে অভিষেক হয়েছিল। ১০০ ওয়ানডে ম্যাচে ৮২টি উইকেট শিকার করেন। এ ছাড়া ৯৬ টি-টোয়েন্টিতে ৫১টি উইকেট নেন সেলমান।

কিসিয়া ও কিশোনা নাইট দুজন যমজ বোন হিসেবে ২০১৬ সালে বিশ্বকাপ জয়ের কৃতিত্ব গড়েন। ২০১১ সালে উইন্ডিজের হয়ে খেলা শুরু করেন কিসিয়া নাইট। বাঁহাতি উইকেটকিপার-ব্যাটার ছিলেন কিসিয়া। ৮৭ ওয়ানডেতে ১৩২৭ রান এবং ৭০ টি-টোয়েন্টি ম্যাচে ৮০১ রান সংগ্রহ করেছেন এই বাঁহাতি ব্যাটার।

এ ছাড়া নারী টি-টোয়েন্টিতে এক ইনিংসে ৫টি ডিসমিসাল ও ৪টি স্টাম্পিংয়ের রেকর্ড কিসিয়ার দখলে।

২০১৩ সালে অভিষেক ক্যারিবিয়ানদের হয়ে অভিষেক হয়েছিল কিশোনা নাইটের। ৫১টি ওয়ানডে ক্যারিয়ারে ৮৫১ রান সংগ্রহ করেন তিনি।

এ ছাড়া ৫৫টি টি-টোয়েন্টিতে ৫৪৬ রানের মালিক কিশোনা। দেশের মাটিতে সবশেষ টি-টোয়েন্টি সিরিজের দলেও ছিলেন ৩১ বছর বয়সী যমজ বোন।

শেয়ারনিউজ, ১৯ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে