ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

ছবি প্রকাশ করে তোপের মুখে ‘মা’ নাটকের সেই ঝিলিক

২০২৪ জানুয়ারি ০২ ১৮:২৫:৩৯
ছবি প্রকাশ করে তোপের মুখে ‘মা’ নাটকের সেই ঝিলিক

বিনোদন ডেস্ক : ‘মা’ ধারাবাহিকের ঝিলিক চরিত্রের মধ্য দিয়ে দর্শকদের মাঝে জায়গা করে নিয়েছিলেন তিথি বসু। সদ্য ২৩ বছর পূর্ণ করেছেন এই অভিনেত্রী। আর ২৩তম জন্মদিনেই একরাশ কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁকে।

সম্প্রতি সোস্যাল মিডিয়ায় জন্মদিনের ছবি শেয়ার করেছিলেন তিথি। সেই ছবি আপলোড করতেই তোপের মুখে পড়লেন এই অভিনেত্রী। যে ছবি তিনি দিয়েছিলেন তার পাশেই রাখা ছিল সিগারেটের প্যাকেট ও লাইটার। যা দেখেই তাঁকে একহাত নিয়েছেন নেটিজেনরা।

শুধু সিগারেটই নয়, পোশাক নিয়েও কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাকে। শুনতে হয়েছে নানা বাজে মন্তব্যও। যদিও এ বিষয়ে তিথি নীরব।

একটা সময় খ্যাতির শীর্ষে ছিলেন তিথি। কিন্তু এর পরের জীবনটা মোটেও ভালোভাবে যায়নি তার। তা নিয়ে কিছুদিন আগেই মুখ খুলেছিলেন তিনি।

এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমার তখন ১৫। জীবনের প্রথম বড় পরীক্ষা দেব। সে সময় বাবা চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কী গেছে আমি জানি। পুরো সংসারটা আমার কাঁধে। ইলেকট্রিক বিল থেকে শুরু করে কী রান্না হবে, এ সব কিছুই মাথায় রাখতে হতো। যেটুকু সঞ্চয় ছিল ওই ১৫ বছর বয়সে একার হাতে নিজের হাতে নিজেই গড়ে তুলেছি। নিজের মাকে সামলেছি। নুন-ভাত খেয়ে স্কুলে গিয়েছি, এমন দিনও গেছে।

বর্তমানে পর্দায় খুব একটা দেখা যায় না অভিনেত্রীকে। তবে নিজের ইনস্টাগ্রাম, রিলস, ভিডিও নিয়েই ব্যস্ত তিনি। ভক্তদের সংস্পর্শেই থাকছেন সামাজিক মাধ্যমে। তবে অভিনেত্রীকে ফের পর্দায় দেখার অপেক্ষায় তাঁর অনুরাগীরা।

শেয়ারনিউজ, ০২ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে