ঢাকা, সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
Sharenews24

মেহজাবীন ও ভাইয়ের অব্যাহতির ঘটনা জানা হলো এবার

২০২৬ জানুয়ারি ১২ ১৩:২৬:১০
মেহজাবীন ও ভাইয়ের অব্যাহতির ঘটনা জানা হলো এবার

নিজস্ব প্রতিবেদক : অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিশান চৌধুরী পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখার নাম করে অর্থ আত্মসাত, হুমকি ও ভয়ভীতি প্রদানের অভিযোগে দায়ের করা মামলায় আদালত থেকে অব্যাহতি পেয়েছেন।

সোমবার (১২ জানুয়ারি) সকালে শুনানি শেষে ঢাকার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার এই আদেশ দেন। মেহজাবীনের আইনজীবী তুহিন হাওলাদার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ অনুযায়ী, বাদীর সঙ্গে দীর্ঘদিন পরিচয়ের সুবাদে মেহজাবীন ও তার ভাই তাকে প্রলোভন দেখিয়ে নতুন পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখবেন বলে আশ্বাস দেন। এতে বাদী নগদ এবং বিকাশের মাধ্যমে বিভিন্ন সময় মোট সাতাশ লাখ টাকা প্রদান করেন।

পরবর্তীতে ব্যবসায়িক কার্যক্রম শুরু না হওয়ায়, টাকা চাইতে গেলে মেহজাবীন ও তার ভাই ‘আজকে দিবো, কালকে দিবো’ বলে দীর্ঘদিন অপেক্ষা করান। ১১ ফেব্রুয়ারি টাকা ফেরত চাওয়ায় তারা হাতিরঝিল রোডের পাশে একটি রেস্টুরেন্টে হাজির হন এবং বাদীকে জীবননাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন।

বাদী আমিরুল ইসলাম ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারী কার্যবিধির ১০৭/১১৭(৩) ধারায় মামলা দায়ের করেন।

আদালতের সূত্রে জানা গেছে, মামলায় আসামিরা হাজির না হওয়ায় ১০ নভেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে ১৬ নভেম্বর তারা আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন এবং শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে