ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬
Sharenews24

বিটিসিএলের সব প্যাকেজে অবিশ্বাস্য আপগ্রেড

২০২৬ জানুয়ারি ১১ ১৮:১৫:৩০
বিটিসিএলের সব প্যাকেজে অবিশ্বাস্য আপগ্রেড

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) সব বিদ্যমান ইন্টারনেট প্যাকেজের দাম অপরিবর্তিত রেখে গতি কয়েকগুণ পর্যন্ত বাড়িয়েছে। গ্রাহকদের উন্নত ডিজিটাল সেবা নিশ্চিত করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, নতুন উদ্যোগে গ্রাহকরা একই খরচে আগের তুলনায় অনেক বেশি দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

এটি অনলাইন শিক্ষা, অফিসের কাজ, ভিডিও স্ট্রিমিং, গেমিং ও অন্যান্য স্মার্ট সেবা ব্যবহারে নতুন মাত্রা যোগ করবে। বিটিসিএলের ‘জিপন’ ইন্টারনেট পরিষেবায় ব্যান্ডউইথ শেয়ারড এবং ক্যাশ বা লোকাল কন্টেন্টসহ। মাসিক চার্জ ভ্যাটসহ, অতিরিক্ত কোনো মাসুল দিতে হবে না।

মাসিক প্যাকেজ ও নতুন গতি:

আগের প্যাকেজদামনতুন প্যাকেজনতুন গতি
সুলভ-৫ ৩৯৯ টাকা সাশ্রয়ী-২০ ২০ এমবিপিএস
সুলভ-১২ ৫০০ টাকা সাশ্রয়ী-২৫ ২৫ এমবিপিএস
ক্যাম্পাস-১৫ ৫০০ টাকা ক্যাম্পাস-৫০ ৫০ এমবিপিএস
সুলভ-১৫ ৮০০ টাকা সাশ্রয়ী-৫০ ৫০ এমবিপিএস
সুলভ-২০ ১,০৫০ টাকা সাশ্রয়ী-১০০ ১০০ এমবিপিএস
সুলভ-২৫ ১,১৫০ টাকা সাশ্রয়ী-১২০ ১২০ এমবিপিএস
সুলভ-৩০ ১,৩০০ টাকা সাশ্রয়ী-১৩০ ১৩০ এমবিপিএস
সুলভ-৪০ ১,৫০০ টাকা সাশ্রয়ী-১৫০ ১৫০ এমবিপিএস
সুলভ-৫০ ১,৭০০ টাকা সাশ্রয়ী-১৭০ ১৭০ এমবিপিএস
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে