ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬
Sharenews24

অন্যের বউকে বিয়ের জন্য চাপ, রাজি না হওয়ায় যুবকের কান্ড

২০২৬ জানুয়ারি ১১ ১০:৩৯:৪২
অন্যের বউকে বিয়ের জন্য চাপ, রাজি না হওয়ায় যুবকের কান্ড

নিজস্ব প্রতিবেদক : বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকার এক বছরের শিশুসন্তানকে অপহরণ করার অভিযোগে ভারতের বিহারের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের যৌথ অভিযানে কানপুর থেকে অভিযুক্ত যুবককে আটক করা হয় এবং শিশুটিকেও উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের নাম হেমন্ত কুমার। তিনি দিল্লির কাপাশেরা এলাকার এক বিবাহিত নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন এবং তাকে বিয়ে করার জন্য চাপ দিতে থাকেন। সেই উদ্দেশ্যে কয়েকদিন আগে তিনি বিহার থেকে দিল্লিতে যান।

কিন্তু ওই নারী তাকে জানান, তিনি ইতোমধ্যে বিবাহিত এবং তার এক বছরের একটি সন্তান রয়েছে। এ কারণে বিয়ে সম্ভব নয় বলে স্পষ্টভাবে জানিয়ে দেন তিনি।

এই প্রত্যাখ্যান মেনে নিতে না পেরে হেমন্ত ধারণা করেন, শিশুটিই তার বিয়ের পথে প্রধান বাধা। সেই ভাবনা থেকেই খেলনা কেনার অজুহাতে এক বছরের শিশুটিকে নিয়ে বাড়ি থেকে বের হন তিনি। এরপর শিশুটিকে নিয়ে দিল্লি রেলওয়ে স্টেশনে গিয়ে বিহারগামী বিক্রমশীলা এক্সপ্রেসে ওঠেন।

পুলিশ জানায়, ট্রেনে শিশুটি কান্নাকাটি করলে সহযাত্রীদের প্রশ্নের জবাবে হেমন্ত দাবি করেন, শিশুটির মা অসুস্থ এবং তিনি শিশুটিকে বিহারে দাদির কাছে নিয়ে যাচ্ছেন।

এদিকে বাড়িতে ফিরে সন্তানকে না পেয়ে আতঙ্কিত হয়ে শিশুটির মা হেমন্তের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় অভিযুক্ত হুমকি দেন—তিনি যদি বিহারে গিয়ে তাকে বিয়ে না করেন, তাহলে সন্তানকে আর ফেরত দেওয়া হবে না।

পরবর্তীতে শিশুটির মা দিল্লি পুলিশে অভিযোগ করেন এবং জানান, অভিযুক্ত বিক্রমশীলা এক্সপ্রেসে করে বিহারের দিকে যাচ্ছেন। অভিযোগ পাওয়ার পর দিল্লি পুলিশ রেলওয়ে সুরক্ষা বাহিনীকে (আরপিএফ) বিষয়টি জানায় এবং কানপুর আরপিএফকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে।

রাত সাড়ে আটটার দিকে বিক্রমশীলা এক্সপ্রেস কানপুর সেন্ট্রাল স্টেশনে পৌঁছালে আরপিএফ ট্রেনের জেনারেল কোচে তল্লাশি চালায়। এ সময় অভিযুক্ত ভিড়ের মধ্যে লুকানোর চেষ্টা করলেও শিশুসহ তাকে আটক করা হয়।

প্রাথমিকভাবে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করলেও পরে দিল্লিতে দায়ের হওয়া অভিযোগের মুখোমুখি হয়ে হেমন্ত কুমার স্বীকার করেন, প্রেমিকাকে বিয়েতে বাধ্য করতেই তিনি শিশুটিকে অপহরণ করেছিলেন।

আরপিএফ ইন্সপেক্টর এস এন পাতিদার জানান, অভিযুক্ত যুবক ও উদ্ধার হওয়া শিশুটিকে আইনানুগ প্রক্রিয়ার জন্য দিল্লি পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এ লক্ষ্যে দিল্লি পুলিশের একটি দল কানপুরে যাচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে