ঢাকা, শনিবার, ১০ জানুয়ারি ২০২৬
Sharenews24

হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে আবেদন

২০২৬ জানুয়ারি ০৯ ১৮:৩৫:৩৫
হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে আবেদন

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিলের জন্য আবেদন করেছেন।

এর আগে জানা যায়, ঋণখেলাপির তালিকা থেকে মুন্সীর নাম বাদ দিয়ে হাইকোর্ট ৩ মাসের জন্য স্থগিতাদেশ দিয়েছে। এই স্থগিতাদেশ চেম্বার আদালত বাতিল করলে তিনি ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত হবেন এবং জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে অযোগ্য হবেন, জানাচ্ছেন আইনজীবীরা।

প্রসঙ্গত, গত ৮ ডিসেম্বর মঞ্জুরুল আহসান মুন্সীর কোম্পানির বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান সম্পর্কিত ঋণ সংক্রান্ত বিষয়ে হাইকোর্ট ৩ মাসের জন্য স্থগিতাদেশ জারি করেছিল। বিচারপতি এ কে এম রবিউল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছিলেন। পরে প্রিমিয়ার ব্যাংক চেম্বার আদালতে আপিল করলে, গত ৮ জানুয়ারি চেম্বার বিচারপতি মো. রেজাউল হক হাইকোর্টের স্থগিতাদেশ বাতিল করেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে