ঢাকা, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

নতুন বিনিয়োগের খবরে চাঙ্গা বিডি ওয়েল্ডিং

২০২৫ ডিসেম্বর ২১ ০০:৩৩:২৯
নতুন বিনিয়োগের খবরে চাঙ্গা বিডি ওয়েল্ডিং

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৯ বছর ধরে উৎপাদন বন্ধ থাকা বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোডস লিমিটেড (বিডি ওয়েল্ডিং) পুনরায় সচল করার প্রক্রিয়ায় বড় ধরনের গতি সঞ্চার হয়েছে। নতুন বিনিয়োগকারী খুঁজে বের করার মাধ্যমে কারখানা চালুর উদ্যোগের খবরে গত এক মাসে কোম্পানিটির শেয়ার দর প্রায় ৯৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত ১৬ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বরের মধ্যে ডিএসইতে এর শেয়ার দর ৬ টাকা ৯০ পয়সা থেকে লাফিয়ে ১৩ টাকা ৫০ পয়সায় উন্নীত হয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, ২৭ নভেম্বর এক ব্যাখ্যার জবাবে বিডি ওয়েল্ডিং নিশ্চিত করেছে, তারা উৎপাদন শুরু করতে নতুন বিনিয়োগের বিষয়ে আলোচনা চালাচ্ছে। পরিচালনা পর্ষদ আশাবাদী যে, একজন শক্তিশালী বিনিয়োগকারী পাওয়া গেলে কারখানাটি আবার খোলা, শ্রমিক নিয়োগ এবং আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব হবে।

১৯৯৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এই কোম্পানিটি ২০১৬ সাল থেকে পুরোপুরি উৎপাদনহীন অবস্থায় রয়েছে। মূলত চট্টগ্রামের কারখানায় বারবার বন্যা ও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে যন্ত্রপাতি ও কাঁচামাল নষ্ট হওয়ায় কোম্পানিটি বড় ধরনের লোকসানে পড়ে।

বিডি ওয়েল্ডিংয়ের সংকট আরও ঘনীভূত হয়েছিল বিমা দাবি আদায় নিয়ে আইনি জটিলতা এবং ব্যাংক ঋণের দায়ে। চট্টগ্রামের কারখানার জমি বিক্রি করে ব্যাংক দায় মেটানোর পর কোম্পানিটি ঢাকার ধামরাইয়ে নতুন জমি কিনলেও প্রয়োজনীয় তহবিলের অভাবে শেড নির্মাণ ও যন্ত্রপাতি স্থাপন করতে পারেনি। এর ফলে দীর্ঘ সময় ধরে কেবল দুজন অফিস স্টাফ ছাড়া বাকি সব কর্মীকে বেতনহীন ছুটিতে রাখা হয়েছিল।

অবশেষে ২০২১ সালে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি কোম্পানিটিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ এবং এর সম্পদ রক্ষায় হস্তক্ষেপ করে। পরবর্তীতে পর্ষদ পুনর্গঠনের মাধ্যমে নানা বিধিনিষেধ তুলে নেওয়া হলে সম্পদ হস্তান্তরের কাজ সম্পন্ন হয়। বর্তমান পর্ষদের এই ‘টার্নঅ্যারাউন্ড’ প্রচেষ্টায় বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আশা জেগেছে। তারা মনে করছেন, নতুন বিনিয়োগকারী যুক্ত হলে বিডি ওয়েল্ডিং আবার তার হারানো গৌরব ফিরে পাবে এবং তালিকাভুক্তি ফি-সহ যাবতীয় বকেয়া পরিশোধ করে নিয়মিত ব্যবসায়িক কার্যক্রমে ফিরতে সক্ষম হবে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে