ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

সাংবাদিক ইলিয়াস হোসেনের ২২ লাখ ফলোয়ারের পতন

২০২৫ ডিসেম্বর ২০ ২২:২৪:১৩
সাংবাদিক ইলিয়াস হোসেনের ২২ লাখ ফলোয়ারের পতন

নিজস্ব প্রতিবেদক: প্রবাসী সাংবাদিক ও আলোচিত অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেনের ফেসবুক পেজটি প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিয়েছে মেটা। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত থেকে তাঁর প্রায় ২২ লাখ অনুসারীর এই বিশাল পেজটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

মেটার পক্ষ থেকে সরাসরি কিছু জানানো না হলেও ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংবেদনশীল ইস্যুতে তাঁর দেওয়া পোস্টের প্রেক্ষিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য যে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে উত্তেজনা বিরাজ করছে। হাদির মৃত্যুর পর বিক্ষুব্ধ জনতা দেশের শীর্ষ দুটি জাতীয় দৈনিক—প্রথম আলো ও ডেইলি স্টার এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট ও উদীচীর কার্যালয়ে ভাঙচুর চালায়।

উত্তপ্ত এই পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ইলিয়াস হোসেন তাঁর ফেসবুক পেজ থেকে বেশ কয়েকটি পোস্ট করেন, যেগুলোকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উস্কানিমূলক হিসেবে চিহ্নিত করেছে।

ইলিয়াস হোসেনের পেজটি এমন এক সময়ে উধাও হলো যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ও উস্কানি রোধে মেটা তাদের নীতিমালার প্রয়োগ কঠোর করেছে।

এর আগেও যুক্তরাষ্ট্রে গ্রেফতার হওয়া এবং বিভিন্ন আইনি জটিলতায় পড়ার কারণে এই প্রবাসী সাংবাদিক খবরের শিরোনাম হয়েছিলেন।

তাঁর পেজটি সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়েছে নাকি স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে