ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

দোকান বন্ধ রেখে শ্রদ্ধা জানাল ওসমান হাদিকে

২০২৫ ডিসেম্বর ২০ ২২:৩৩:১৩
দোকান বন্ধ রেখে শ্রদ্ধা জানাল ওসমান হাদিকে

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের অকুতোভয় যোদ্ধা শরীফ ওসমান হাদির স্মরণে তাঁর জন্মভূমি ঝালকাঠির নলছিটিতে আজ শনিবার (২০ ডিসেম্বর) বিশেষ শোক কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলা ব্যবসায়ী সমিতির আহ্বানে এদিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহরের সকল দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। প্রিয় সন্তানকে হারিয়ে নলছিটিজুড়ে এখন বইছে শোকের মাতম।

শহরের ব্যবসায়ীরা জানিয়েছেন, হাদির মতো একজন প্রতিবাদী ও দেশপ্রেমিক তরুণকে হারিয়ে তাঁরা গভীরভাবে মর্মাহত। নলছিটি উপজেলা ব্যবসায়ী সমিতির সদস্য শাহাদাত আলম ফকির বলেন, “ওসমান হাদি আমাদের এই মাটির সন্তান। তাঁকে হারিয়ে আমরা বাকরুদ্ধ। তাঁর স্মৃতিকে সম্মান জানাতেই আমরা আজ সব ধরনের ব্যবসায়িক কর্মকাণ্ড স্থগিত রেখেছি।” তবে হাদির মরদেহ শেষবারের মতো একনজর দেখার জন্য নলছিটিতে না আনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাপা দুঃখ ও আক্ষেপ লক্ষ্য করা গেছে।

হাদির শৈশবের প্রতিবেশী শহিদুল ইসলাম আবেগাপ্লুত হয়ে বলেন, “হাদি আমাদের চোখেই বড় হয়েছে। এমন সাহসী ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছেলে এই বাংলায় আর জন্মাবে কি না জানি না। আমরা তাঁর আত্মার শান্তি কামনা করি এবং খুনিদের দ্রুত বিচার চাই।”

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে নলছিটির সাধারণ মানুষের মাঝে গভীর শূন্যতা তৈরি হয়েছে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে