ঢাকা, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

সূচকের পতনের মধ্যেও ৫ কোম্পানির বাজিমাত

২০২৫ ডিসেম্বর ২০ ১৯:৪১:০২
সূচকের পতনের মধ্যেও ৫ কোম্পানির বাজিমাত

নিজস্ব প্রতিবেদক: এক মাসের ব্যবধানে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচকে উল্লেখযোগ্য পতন দেখা গেলেও কিছু নির্দিষ্ট কোম্পানির শেয়ার বিনিয়োগকারীদের জন্য বড় মুনাফার সুযোগ তৈরি করেছে। বাজার যখন সামগ্রিকভাবে নিম্নমুখী, তখন এসব শেয়ার ব্যতিক্রমী উত্থান ঘটিয়ে আলোচনায় এসেছে।

তথ্য অনুযায়ী, গত ১৯ নভেম্বর ডিএসইর প্রধান সূচক ছিল ৪ হাজার ৯০১ পয়েন্ট। এক মাস পর, অর্থাৎ ১৮ ডিসেম্বর সূচকটি নেমে এসেছে ৪ হাজার ৮৩১ পয়েন্টে। এ সময়ের মধ্যে বাজার থেকে ৭০ পয়েন্টের বেশি সূচক হারিয়েছে, যা বিনিয়োগকারীদের জন্য এক চ্যালেঞ্জিং সময় হিসেবে বিবেচিত হচ্ছে।

এই মন্দাবস্থার মধ্যেও পাঁচটি কোম্পানির শেয়ারদর উল্লেখযোগ্য হারে বেড়েছে। শেয়ারবাজার বিশ্লেষকদের মতে, এসব কোম্পানির শেয়ারে স্বল্পমূল্যে বিনিয়োগ করা বিনিয়োগকারীরা তুলনামূলকভাবে বড় মুনাফা অর্জন করেছেন।

এক মাসের ব্যবধানে রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ারদর দ্বিগুণ হয়ে ১০০ শতাংশ বেড়েছে, যা আলোচ্য তালিকার সর্বোচ্চ। একই সময়ে জিলবাংলা সুগার মিলস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৬৯.৪১ শতাংশ।

এ ছাড়া বিডি ওয়েল্ডিং ইলেক্ট্রোডস লিমিটেড ৬৯.২৩ শতাংশ, বিডি থাই ফুড লিমিটেড ৫০ শতাংশ এবং খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের শেয়ারদর ৪৪.৪৪ শতাংশ বেড়েছে।

কোম্পানিগুলোর মধ্যে রিজেন্ট টেক্সটাইল, জিলবাংলা সুগার, বিডি ওয়েল্ডিং ইলেক্ট্রোডস ও খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি। অন্যদিকে, বিডি থাই ফুড ‘বি’ ক্যাটাগরির কোম্পানি।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, সামগ্রিক সূচক পতনের মধ্যেও কিছু নির্দিষ্ট শেয়ারে এমন উত্থান ইঙ্গিত দেয় যে বিনিয়োগকারীদের আগ্রহ ও লেনদেন সুযোগ বুঝে কেন্দ্রীভূত হচ্ছে। তবে তারা সতর্ক করে বলেন, স্বল্পমেয়াদি মূল্যবৃদ্ধির পেছনে প্রকৃত আর্থিক সক্ষমতা ও ভবিষ্যৎ সম্ভাবনা যাচাই না করে বিনিয়োগ করলে ঝুঁকি থেকে যায়।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে