ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

শহীদ ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন

২০২৫ ডিসেম্বর ২০ ১২:৩২:৪১
শহীদ ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে শহীদ শরিফ ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। মরদেহের চূড়ান্ত পরীক্ষা শেষে আগামী জানাজার প্রস্তুতি শুরু হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে হাদির ময়নাতদন্ত শেষ হয়। এর আগে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে মরদেহটি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে আনা হয়, যেখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল।

হাসপাতাল সূত্র জানিয়েছে, ময়নাতদন্ত শেষে মরদেহটি পুনরায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে নেওয়া হবে। সেখানে মরদেহের গোসল ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর তা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজার জন্য পরিবহন করা হবে।

প্রসঙ্গত, শহীদ ওসমান হাদির জানাজা বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রশাসন ও পরিবার মৃতদেহ পরিবহনের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে