ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
Sharenews24

পশ্চিমাদের যুদ্ধের আহ্বান ভিত্তিহীন: পুতিন

২০২৫ ডিসেম্বর ১৭ ১৮:০৯:০৭
পশ্চিমাদের যুদ্ধের আহ্বান ভিত্তিহীন: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমা বিশ্বে রাশিয়ার বিরুদ্ধে বড় ধরনের যুদ্ধের প্রস্তুতির যে বক্তব্য শোনা যাচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি এসব বক্তব্যকে ‘হিস্টেরিয়া’ ও ‘মিথ্যা প্রচারণা’ হিসেবে অভিহিত করেছেন। বুধবার (১৭ ডিসেম্বর) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক নিরাপত্তা বৈঠকে এ মন্তব্য করেন তিনি।

পুতিন সতর্ক করে বলেন, ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো যদি শান্তি আলোচনা থেকে সরে আসে, তাহলে ইউক্রেনে রাশিয়া যে ভূখণ্ডগুলোর ওপর দাবি জানিয়েছে, সেগুলো সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে দখলের পথে যাবে মস্কো।

নিরাপত্তা বৈঠকে তিনি রুশ সেনাবাহিনীর আধুনিকীকরণ কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন। একই সঙ্গে ইউক্রেন সংঘাতে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন অস্ত্র ও সামরিক প্রযুক্তি উন্নয়নের নির্দেশ দেন সেনাবাহিনীকে।

পশ্চিমা বিশ্বের কিছু নেতার বক্তব্যের সমালোচনা করে পুতিন বলেন, ইউক্রেন ইস্যুতে উত্তেজনা বাড়ানোর চেষ্টা একেবারেই ‘দায়িত্বজ্ঞানহীন আচরণ’। এই ধরনের অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ বুধবার সাংবাদিকদের জানান, মার্কিন মধ্যস্থতায় সম্ভাব্য শান্তি চুক্তির আওতায় ইউক্রেনে ইউরোপীয় সেনা মোতায়েনের বিষয়ে রাশিয়ার অবস্থান স্পষ্ট। তবে বিষয়টি আলোচনার পর্যায়ে রাখা যেতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে দাবি করেছে, যুক্তরাষ্ট্রের বর্তমান প্রস্তাব অনুযায়ী ইউক্রেন পশ্চিমা দেশগুলোর কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা পেতে পারে। পাশাপাশি ইউরোপের নেতৃত্বাধীন একটি সামরিক বাহিনী যুদ্ধক্ষেত্রের বাইরে পশ্চিম ইউক্রেনে অবস্থান নিয়ে সহায়তা কার্যক্রম চালাতে পারে।

এই প্রতিবেদন নিয়ে প্রশ্ন করা হলে পেশকভ বলেন, কূটনৈতিক বিষয় নিয়ে তিনি গণমাধ্যমে মন্তব্য করতে চান না। তবে ইউক্রেনের ভূখণ্ডে যেকোনো বিদেশি সামরিক বাহিনী মোতায়েনের বিষয়ে রাশিয়ার আপত্তি বরাবরের মতোই স্পষ্ট।

তিনি বলেন, ইউক্রেনে বিদেশি সেনা উপস্থিতি নিয়ে রাশিয়ার অবস্থান সুস্পষ্ট ও সবার জানা। বিষয়টি আলোচনার আওতায় থাকলেও মস্কো এই ধরনের মোতায়েনকে সমর্থন করে না।

এ ছাড়া পেশকভ জানান, চলতি সপ্তাহে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ–এর মস্কো সফরের কোনো সম্ভাবনা নেই। রাশিয়া আশা করছে, যুক্তরাষ্ট্র প্রস্তুত হলে ইউক্রেন ইস্যুতে আলোচনার অগ্রগতি সম্পর্কে মস্কোকে অবহিত করবে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে