ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
Sharenews24

'বিদেশে শ্রমিক রপ্তানিতে সবচেয়ে বড় বাধা দালাল চক্র'

২০২৫ ডিসেম্বর ১৭ ১৩:৩০:৩৯
'বিদেশে শ্রমিক রপ্তানিতে সবচেয়ে বড় বাধা দালাল চক্র'

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বিদেশে শ্রমিক রপ্তানিতে সবচেয়ে বড় বাধা দালাল চক্র। গ্রামীণ অঞ্চলে গেলে সহজেই বোঝা যায়, কিভাবে এই চক্র সাধারণ মানুষকে প্রতারণার শিকার করে।

আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস–২০২৫ উপলক্ষে আজ (বুধবার) ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই মন্তব্য করেন প্রধান উপদেষ্টা।

ড. ইউনূস বলেন, “বিদেশে যাওয়া সংক্রান্ত আলোচনায় দালালের নাম প্রায়ই উচ্চারিত হয়। এ ধরনের প্রতারণা থেকে বাঁচার কোনো সরল উপায় নেই। অনেকেই আশা করে যে তাদের ছেলে বা স্বামী বিদেশে যাবে। তারা প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করে—কেউ ধার নেয়, কেউ ব্যাংক থেকে ঋণ নেয়—কিন্তু দালালরা প্রতারণা করে।”

তিনি আরও উল্লেখ করেন, এই সমস্যা অত্যন্ত জটিল ও কঠিন। সমাধানের জন্য প্রচেষ্টা করা হলেও এখনও আমরা প্রয়োজনীয় মাত্রায় এগোতে পারিনি।

ড. ইউনূস বলেন, “এই সমস্যার সঙ্গে আমার পরিচয় বহু দিক থেকে হয়েছে। সরকারে আসার আগেও এই বিষয়গুলো আমি দেখেছি।”

তিনি আরও বলেন, “পৃথিবীতে তরুণ প্রজন্মের অভাব। আমাদের দেশে রয়েছে অগণিত যুবশক্তি, যা সোনার চেয়েও বেশি মূল্যবান। বিশ্বজুড়ে এই তরুণদের গুরুত্ব অনস্বীকার্য।”

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে