ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
Sharenews24

দিল্লিতে বাংলাদেশি হাইকমিশনারকে তলব

২০২৫ ডিসেম্বর ১৭ ১৪:২৭:৫২
দিল্লিতে বাংলাদেশি হাইকমিশনারকে তলব

নিজস্ব প্রতিবেদক: নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে। ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করার দুই দিনের মাথায় এই পদক্ষেপ নেওয়া হলো।

আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের দূতকে তলব করা হয়।

দিল্লির একটি নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে, রিয়াজ হামিদুল্লাহকে তলবের মাধ্যমে আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদ জানানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের সাম্প্রতিক হুমকি এবং বাংলাদেশি রাজনৈতিক নেতাদের ‘ভারতবিরোধী’ মন্তব্যের প্রতিক্রিয়ায় বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ তাকে আহ্বান করে একটি আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদ (ডিপ্লোম্যাটিক প্রোটেস্ট) জানিয়েছে।

এই পদক্ষেপ নেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার সাম্প্রতিক মন্তব্যের কারণে। ওই নেতা হুমকি দিয়েছিলেন যে, ঢাকা ভারতের বিরুদ্ধে সক্রিয় শক্তিকে আশ্রয় দেবে এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে (সেভেন সিস্টার্স) মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করতে সহায়তা করবে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছিলেন, হামলায় অভিযুক্তদের ভারত সহায়তা দিচ্ছে।

ভারত এই অভিযোগগুলো ভিত্তিহীন বলে নাকচ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, তারা আশা করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।

এর আগে গত রোববার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছিল। সেদিন তিনি মন্ত্রণালয়ে উপস্থিত হয়ে ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেওয়ার অনুমতি সংক্রান্ত গভীর উদ্বেগের কথা জানিয়েছিলেন। এছাড়া বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দ্রুত প্রত্যর্পণের আহ্বানও জানানো হয়।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে