ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বড় পরিবর্তন আসছে আইইএলটিএস পরীক্ষা পদ্ধতিতে

২০২৫ ডিসেম্বর ১৭ ১৭:২৭:৪৯
বড় পরিবর্তন আসছে আইইএলটিএস পরীক্ষা পদ্ধতিতে

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য বহুল ব্যবহৃত আইইএলটিএস পরীক্ষার পদ্ধতিতে আসছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। এতদিন পরীক্ষাটি কাগজভিত্তিক পদ্ধতিতে নেওয়া হলেও সেই অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে শিগগিরই।

বর্তমান নিয়ম অনুযায়ী, পরীক্ষার্থীরা পেপার বেসড পরীক্ষায় কাগজে হাতে লিখে উত্তর দিতেন। তবে আগামী বছরের ৩১ জানুয়ারির পর এই পদ্ধতিতে আর আইইএলটিএস পরীক্ষা আয়োজন করা হবে না।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি থেকে আইইএলটিএস পরীক্ষা পুরোপুরি কম্পিউটারভিত্তিক ফরম্যাটে অনুষ্ঠিত হবে। অর্থাৎ, পরীক্ষার্থীদের সব ধরনের উত্তর কম্পিউটারের মাধ্যমে দিতে হবে।

ব্রিটিশ কাউন্সিল (বাংলাদেশ)–এর ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আধুনিকায়নের অংশ হিসেবেই এই পরিবর্তন আনা হচ্ছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, পরীক্ষা নেওয়ার পদ্ধতি পরিবর্তিত হলেও প্রশ্নের ধরন, পরীক্ষার কাঠামো এবং স্কোরিং সিস্টেম আগের মতোই অপরিবর্তিত থাকবে। নতুন ব্যবস্থায় পরীক্ষার্থীরা আগের তুলনায় আরও দ্রুত, সহজ এবং প্রযুক্তিনির্ভর পরিবেশে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে