ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
Sharenews24

পুরো আইপিএল খেলতে পারবেন কি মোস্তাফিজ?

২০২৫ ডিসেম্বর ১৭ ১০:৪২:১৪
পুরো আইপিএল খেলতে পারবেন কি মোস্তাফিজ?

স্পোর্টস ডেস্ক: এই মুহূর্তে আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টিতে খেলছেন মোস্তাফিজুর রহমান। টুর্নামেন্টজুড়ে দারুণ ছন্দে থাকা এই বাঁহাতি পেসার সম্প্রতি দুবাইয়ে ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে নিজের অফ কাটার ও সিম স্ক্র্যাম্বল দিয়ে আলোচনায় আসেন। ম্যাচ চলাকালে ধারাভাষ্যকারদের বিশ্লেষণে উঠে আসে তাঁর বোলিংয়ের ‘রহস্য’। পরে সে প্রসঙ্গে প্রশ্ন করা হলে মোস্তাফিজ মুচকি হেসে রসিকতার সুরে বলেন, ‘এভাবেই তো ১০–১১ বছর চলে গেল, চলুক…।’

এই ছন্দেরই পুরস্কার পেলেন আইপিএল নিলামে। ২ কোটি রুপি ভিত্তিমূল্যের মোস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স দলে নিয়েছে ৯ কোটি ২০ লাখ রুপিতে। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আইপিএলের ইতিহাসে এটাই সর্বোচ্চ দাম। নিলামের পর প্রতিক্রিয়ায় হোয়াটসঅ্যাপ বার্তায় তাঁর সংক্ষিপ্ত মন্তব্য—‘আলহামদুলিল্লাহ।’ পরে কেকেআরের প্রকাশিত এক ভিডিও বার্তায় সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, দলের অংশ হতে পেরে তিনি সত্যিই আনন্দিত।

আইএল টি-টোয়েন্টিতে দিল্লির ফ্র্যাঞ্চাইজি দুবাই ক্যাপিটালসের হয়ে চার ম্যাচে ছয় উইকেট নিয়েছেন মোস্তাফিজ। আইপিএল নিলামেও তাঁকে ধরে রাখার চেষ্টা করেছিল দিল্লি। তবে সীমিত বাজেটের কারণে তারা বেশিদূর এগোতে পারেনি। পুরোনো খেলোয়াড় হিসেবে চেন্নাইও আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত আর্থিক শক্তিতে সবাইকে ছাড়িয়ে যায় কলকাতা। শাহরুখ খানের মালিকানাধীন দলটি ৯ কোটি ২০ লাখ রুপিতে ফিজকে দলে ভেড়ায়। এর আগে কলকাতার হয়ে বাংলাদেশ থেকে খেলেছিলেন মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান ও লিটন দাস।

বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএল নিলামের ইতিহাসে এতদিন সর্বোচ্চ দামের রেকর্ডটি ছিল মাশরাফি বিন মর্তুজার। ২০০৯ সালের আইপিএলে তাঁকে প্রায় ৪ কোটি টাকায় নিয়েছিল কলকাতা। সেই রেকর্ড ভেঙেছিলেন গত মাসেই মোস্তাফিজ, যখন দিল্লি তাঁকে আইপিএলের শেষ দিকে ৬ কোটি রুপিতে দলে নেয়। এবার ৯ কোটি ২০ লাখ রুপিতে নতুন মাইলফলক গড়ার পর মাশরাফি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানিয়ে লেখেন, ফিজের বর্তমান ছন্দে এমন সাফল্য অবাক করার মতো নয়, বরং আরও ভালো করার প্রত্যাশা করা যায়।

তবে রেকর্ড গড়া দামের মাঝেও পুরো আইপিএল খেলা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। আইপিএল অনুষ্ঠিত হওয়ার কথা মার্চের শেষ থেকে মে মাস পর্যন্ত। একই সময়ে এপ্রিলে বাংলাদেশের ঘরের মাঠে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ রয়েছে। ২০২৭ বিশ্বকাপের যোগ্যতা অর্জনের পথে প্রতিটি ওয়ানডে সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায়, মোস্তাফিজকে আইপিএল খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এনওসি দেওয়া হবে কি না—তা নিয়ে সংশয় আছে। অতীতেও তাঁকে এনওসি পেতে বেশ জটিলতার মুখে পড়তে হয়েছে।

আইপিএলের নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় পুরো টুর্নামেন্ট খেলতে না পারলে ম্যাচসংখ্যার অনুপাতে পারিশ্রমিক দেওয়া হয়। ফলে যদি মোস্তাফিজ আংশিক সময়ের জন্য খেলেন, সে ক্ষেত্রে ৯ কোটি ২০ লাখ রুপির পুরো অর্থ তাঁর পাওয়ার সম্ভাবনা নেই—যেমনটি হয়েছিল গত মে মাসে দিল্লির হয়ে খেলার সময়।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে