ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বিমানবন্দরে ভিড় না করার অনুরোধ তারেক রহমানের

২০২৫ ডিসেম্বর ১৭ ১০:২১:৪৮
বিমানবন্দরে ভিড় না করার অনুরোধ তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরাকে কেন্দ্র করে লন্ডনের বিমানবন্দরে কোনো ধরনের ভিড় বা বিশৃঙ্খলা সৃষ্টি না করার জন্য যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

স্থানীয় সময় মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে এই অনুরোধ জানান তারেক রহমান।

বক্তব্যের শুরুতে তিনি বলেন, ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস, যা আমাদের জাতীয় গৌরবের দিন। একই সঙ্গে তিনি স্মরণ করেন, দীর্ঘ ১৭ বছর প্রবাসে যুক্তরাজ্যে অবস্থানকালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে তার সম্পর্ক ও সহযাত্রার কথা। তিনি জানান, আগামী ২৫ ডিসেম্বর ইনশাআল্লাহ তিনি দেশে ফিরবেন।

এ সময় তিনি স্পষ্টভাবে বলেন, দেশে ফেরার দিন লন্ডনের বিমানবন্দরে যেন কেউ উপস্থিত না হন। বিমানবন্দরে ভিড় করলে অযাচিত হট্টগোল তৈরি হতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করে তিনি সবাইকে বাড়িতে থেকেই দোয়া করার অনুরোধ জানান।

তারেক রহমান বলেন, বিমানবন্দরে ভিড় হলে তা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে। একই সঙ্গে এতে দল ও দেশের সম্মান প্রশ্নের মুখে পড়তে পারে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, যারা তার এই অনুরোধকে সম্মান জানিয়ে সেদিন বিমানবন্দরে যাবেন না, তারা দল ও দেশের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছেন বলেই তিনি মনে করবেন। আর নিষেধ অমান্য করে যারা যাবেন, তাদের বিষয়টি তিনি ব্যক্তিগত স্বার্থের প্রতিফলন হিসেবে দেখবেন বলেও মন্তব্য করেন তারেক রহমান।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে