ঢাকা, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

জাতিসংঘ ঘাঁটিতে হা-মলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নি-হ-ত

২০২৫ ডিসেম্বর ১৪ ১০:৩৩:২৮
জাতিসংঘ ঘাঁটিতে হা-মলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নি-হ-ত

নিজস্ব প্রতিবেদক: সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বাংলাদেশ সেনাবাহিনীর ছয় সদস্য প্রাণ হারিয়েছেন। দেশটির আবেই এলাকায় শনিবার (১৩ ডিসেম্বর) সন্ত্রাসীদের চালানো হামলায় তারা নিহত হন। এ ঘটনায় আরও আটজন বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়, হামলার পর পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

আইএসপিআরের ফেসবুক পোস্টে বলা হয়, শনিবার (১৩ ডিসেম্বর) সুদানের আবেই এলাকায় অবস্থিত একটি জাতিসংঘ ঘাঁটিতে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এতে বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত হন এবং আটজন আহত হন। হামলার পর সেখানে সংঘর্ষ অব্যাহত রয়েছে।

এদিকে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি হাসপাতাল সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সুদানের কোরদোফান অঞ্চলে অবস্থিত জাতিসংঘের একটি স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। ওই হামলায় অন্তত ছয়জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আবেই অঞ্চলের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীদের আকস্মিক আক্রমণে মোট ১৪ জন বাংলাদেশি শান্তিরক্ষী হতাহত হয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা ছয় এবং আহত আটজন।

সূত্র জানায়, হামলার পর ওই এলাকায় নিরাপত্তা পরিস্থিতি এখনও অস্থির রয়েছে এবং সন্ত্রাসীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ চলমান আছে।

আহত শান্তিরক্ষীদের দ্রুত চিকিৎসা ও নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরুরি উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পরিস্থিতির পরবর্তী অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা জানানো হবে বলে জানানো হয়েছে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে