ঢাকা, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
Sharenews24

পা ফাটার কারণ হতে পারে যে ৪ রোগ

২০২৫ নভেম্বর ১৫ ১৬:১৩:৩৭
পা ফাটার কারণ হতে পারে যে ৪ রোগ

নিজস্ব প্রতিবেদক: সুন্দর সাজগোজের পরেও যদি পায়ের গোড়ালিতে ফাটল বা কালচে দাগ থাকে, তবে তা পুরো সৌন্দর্যকেই ম্লান করে দিতে পারে। খালি পায়ে হাঁটা বা জুতো খুলে বসার সময় অনেকেই বিব্রতবোধ করেন। সাধারণত মনে করা হয়—শীত, পুষ্টির অভাব বা যত্নের ঘাটতির কারণেই পা ফাটে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু মৌসুমি পরিবর্তন বা অবহেলা নয়—পায়ের ত্বক অস্বাভাবিক ফাটার পেছনে আরও চারটি গুরুতর শারীরিক সমস্যা থাকতে পারে।

পা ফাটার কারণ হতে পারে যে ৪ রোগ

১. হেরিডিটরি পামোপ্লান্টার কেরাটোডার্মা (Hereditary Palmoplantar Keratoderma)

এটি একটি বংশগত রোগ। এই রোগে হাত-পায়ের ত্বক স্বাভাবিকের তুলনায় প্রায় ৪০% বেশি পুরু ও কঠিন হয়ে যায়। ত্বক কাঠের মতো শক্ত অনুভূত হয়, ফলে গভীর ফাটল তৈরি হয়। দীর্ঘমেয়াদি নিরাময় না থাকলেও রেটিনয়েডস ও ফিজিওথেরাপি উপসর্গ কমাতে সাহায্য করে।

২. এগজিমা (Eczema) বা অ্যাটপিক ডার্মাটাইটিস

এই দীর্ঘস্থায়ী চর্মরোগে শরীরের যেকোনো স্থানে ত্বক শুষ্ক, খসখসে ও ফাটা দেখা যায়। পায়ের ত্বকও এর ব্যতিক্রম নয়। রোগের সঠিক কারণ নির্ণীত না হলেও এটি পা ফাটার অন্যতম কারণ।

৩. সোরিয়াসিস (Psoriasis)

দীর্ঘস্থায়ী এই চর্মরোগে পায়ের তালুতে খোসা ওঠে এবং ত্বক মোটা হতে থাকে। কখনও কখনও এই অবস্থা গোড়ালিতে বিস্তৃত হয়ে গভীর ফাটল তৈরি করে।

৪. পিটিরিয়াসিস রুবরা পাইলারিস (Pityriasis Rubra Pilaris - PRP)

এটিও একটি জিনগত রোগ। এতে শীতকালে হাত-পা অতিরিক্ত শুষ্ক হয়ে যায় এবং সোরিয়াসিসের মতোই পায়ের ত্বক ফেটে যায়।

পর্যাপ্ত যত্ন, ময়েশ্চারাইজার ব্যবহার এবং নিয়মিত পরিচর্যার পরও যদি পা ফাটা দীর্ঘদিন ধরে থাকে বা আরও খারাপ হয়, তাহলে অবশ্যই চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

লাইফ স্টাইল এর সর্বশেষ খবর

লাইফ স্টাইল - এর সব খবর



রে