ঢাকা, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
Sharenews24

শেয়ারবাজার ধসে সর্বাধিক দায় ১০ কোম্পানির

২০২৫ নভেম্বর ০৯ ১৭:৫২:৩৮
শেয়ারবাজার ধসে সর্বাধিক দায় ১০ কোম্পানির

নিজস্ব প্রতিবেদক: নতুন মার্জিন ঋণ বিধিমালার খবরে রোববার (০৯ নভেম্বর) দেশের শেয়ারবাজারে বড় ধরনের পতন ঘটেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ডিএসইএক্স ৬০ পয়েন্ট কমে নেমে এসেছে প্রায় ৪ হাজার ৯০০ পয়েন্টে।

লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টালের তথ্য অনুযায়ী, সূচকের এই পতনের পেছনে সর্বাধিক দায় ছিল ১০টি কোম্পানির। এ ১০ কোম্পানির কারণে ডিএসইর সূচক থেকে ২৩ পয়েন্টের বেশি কমে গেছে।

কোম্পানিগুলো হলো— ব্র্যাক ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক, রেনেটা, ন্যাশনাল ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ওয়ালটন হাইটেক, প্রগতী লাইফ ইন্স্যুরেন্স, প্রিমিয়ার ব্যাংক এবং লাভেলো আইস্ক্রিম।

এর মধ্যে সূচকে সর্বাধিক প্রভাব ফেলেছে ব্র্যাক ব্যাংক। এককভাবে ব্যাংকটি সূচক থেকে প্রায় ৫ পয়েন্ট কমিয়েছে। এদিন ব্যাংকটির শেয়ারদর ৯০ পয়সা বা ১.৩৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৬ টাকা ৭০ পয়সায়। শেয়ারটি ৬৬ টাকা ৩০ পয়সা থেকে ৬৯ টাকা ৯০ পয়সার মধ্যে লেনদেন হয়েছে এবং দিনশেষে ২ কোটি ৫২ লাখ ২৫ হাজার টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।

সূচক থেকে প্রায় ৪ পয়েন্ট কমিয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক। ব্যাংকটির শেয়ারদর ১ টাকা বা ৭.৬৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১২ টাকা ১০ পয়সায়। শেয়ারটি ১২ থেকে ১৩ টাকা ১০ পয়সার মধ্যে ওঠানামা করেছে। মোট লেনদেন হয়েছে ১২ লাখ ৩২ হাজার টাকার।

তৃতীয় সর্বাধিক প্রভাব ফেলেছে ইসলামী ব্যাংক। ব্যাংকটির শেয়ারদর ৫০ পয়সা বা ১.৩৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৬ টাকা ৫০ পয়সায়। লেনদেন হয়েছে ৩৮ লাখ ৩২ হাজার টাকার।

এ ছাড়া বাকি সাত কোম্পানির মধ্যে রেনেটা সূচক কমিয়েছে প্রায় ৩ পয়েন্ট, ন্যাশনাল ব্যাংক প্রায় ২ পয়েন্ট, আইএফআইসি ব্যাংক প্রায় ২ পয়েন্ট, ওয়ালটন হাইটেক প্রায় ২ পয়েন্ট, প্রগতী লাইফ ইন্স্যুরেন্স ১ পয়েন্টের বেশি, প্রিমিয়ার ব্যাংক প্রায় ১ পয়েন্ট এবং লাভেলো আইস্ক্রিম ১ পয়েন্ট কমিয়েছে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে