ঢাকা, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
Sharenews24

মুনতাসিরের লাইভে আখতারকে নিয়ে বিস্ফোরক অভিযোগ

২০২৫ নভেম্বর ১৫ ১৬:০৫:১৮
মুনতাসিরের লাইভে আখতারকে নিয়ে বিস্ফোরক অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে স্থায়ীভাবে অব্যাহতি পাওয়া কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদ দলের সদস্যসচিব আখতার হোসেনের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ এনেছেন। তার দাবি, বিভিন্ন জেলায় পাবলিক প্রসিকিউটর (পিপি) নিয়োগের ক্ষেত্রে আখতার হোসেন ৫০ লাখ টাকা করে ঘুষ দাবি করেছেন।

এ অভিযোগগুলো তিনি শুক্রবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে নিজের ফেসবুক প্রোফাইলে লাইভে এসে প্রকাশ করেন। এর এক ঘণ্টা আগে তিনি আখতার হোসেনকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার সময়সীমা বেঁধে দেন।

মুনতাসির জানান, তিনি তখন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি। জুলাই গণ-অভ্যুত্থানের পর সারা দেশে পিপি নিয়োগের প্রক্রিয়া চলছিল।

তিনি বলেন, নরসিংদীর শিরিন আক্তার শেলী—যিনি আন্দোলনে সক্রিয় ছিলেন এবং যার ছেলে গোলাম রেশাদ তমাল আন্দোলনে আহত হয়েছিলেন—তার নাম তারা পিপি হিসেবে প্রস্তাব করেন।

কিন্তু মুনতাসিরের অভিযোগ, আখতারের ঘনিষ্ঠরা টাকা গ্রহণের বিনিময়ে শিরিন আক্তারের নাম কেটে অন্য ব্যক্তির নাম যোগ করেন।“পিপি বানাতে হলে ৫০ লাখ টাকা লাগবে” — এমন দাবিও করেছেন আখতার: মুনতাসির

মুনতাসির বলেন,“আখতার সরাসরি বলেছেন, পিপি বানাতে হলে ৫০ লাখ টাকা লাগবে। আরেকজনের কাছ থেকে টাকা নিয়ে শিরিন আপার নামও কেটে দিয়েছেন।”

তিনি আরও দাবি করেন, পরে তারা আসিফ নজরুলসহ দলের শীর্ষ নেতৃত্বের কাছে বিষয়টি ব্যাখ্যা করলে শিরিন আক্তারকে পুনরায় পিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

মুনতাসির জানান, পিপি হিসেবে নিয়োগ পাওয়ার পর আখতারের পিএস আতিক মুন্সিকে শিরিন আক্তার আনন্দবশত এক লাখ টাকা দিলে আখতার ক্ষুব্ধ হন।

তার ভাষায়,“আখতার ফোন দিয়ে বলেন—৫০ লাখ টাকা লাগবে। আমরা যেমন নাম দিতে পারি, তেমনি নাম কেটেও দিতে পারি।”

দুর্নীতির এসব তথ্য তুলে ধরার পর নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুনতাসির। তবে তিনি আরও জানান,এনসিপির ভেতরের অন্যান্য দুর্নীতিগ্রস্ত নেতাদের সম্পর্কেও পর্যায়ক্রমে তথ্য প্রকাশ করবেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে