ঢাকা, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
Sharenews24

২৬ টুকরো লাশের রহস্য , গ্রেপ্তারের পর চমকে দিলেন শামীমা

২০২৫ নভেম্বর ১৫ ১৫:৫৫:৪৪
২৬ টুকরো লাশের রহস্য , গ্রেপ্তারের পর চমকে দিলেন শামীমা

নিজস্ব প্রতিবেদক: রংপুরের ব্যবসায়ী আশরাফুল হককে হত্যা করে তার লাশ ২৬ টুকরা করে জাতীয় ঈদগাহ ময়দানের পাশে ড্রামে ফেলে রাখার ঘটনার প্রধান সহযোগী শামীমা আক্তার ওরফে কোহিনুরকে (৩৩) গ্রেপ্তার করেছে র‍্যাব-৩। শুক্রবার (১৪ নভেম্বর) সকালে কুমিল্লার লাকসাম উপজেলার বড় বিজরা এলাকা থেকে প্রধান আসামি ফরেজুল ইসলাম ওরফে জরেজকে গ্রেপ্তার করা হয়। শনিবার র‍্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফিন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

র‍্যাব জানায়, আশরাফুলের কাছে অর্থ আছে—এই ধারণা থেকে জরেজ তাকে অপহরণের পরিকল্পনা করে এবং তার প্রেমিকা শামীমাকে কাজে লাগায়। ১০ লাখ টাকা আদায়ের উদ্দেশ্যে শামীমা এক মাস ধরে আশরাফুলের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে তাকে ঢাকায় আসতে প্ররোচিত করেন।

১১ নভেম্বর রাতে জরেজ ব্যবসায়িক পাওনার কথা বলে আশরাফুলকে রংপুর থেকে ঢাকায় ডেকে আনেন। পরদিন তারা শনিরআখড়ার নূরপুর এলাকায় একটি বাসা ভাড়া নেন। সেখানে শামীমা পূর্ব-পরিকল্পনা অনুযায়ী আশরাফুলকে ঘুমের ওষুধ মিশ্রিত পানীয় খাইয়ে অচেতন করে ফেলেন। এরপর জরেজ তাকে বেঁধে ফেলে এবং একাধিক আঘাতে আশরাফুলের মৃত্যু হয়।

র‍্যাবের তথ্য অনুযায়ী, হত্যার পর রাতেই তারা একই বাসায় অবস্থান করেন।পরদিন ১৩ নভেম্বর জরেজ চাপাতি ও দুটি নীল ড্রাম কিনে লাশ টুকরো করে ড্রামে ভরে ফেলে রাখেন। পরে একটি অটোরিকশায় করে ড্রাম দুইটি হাইকোর্ট এলাকার পানির পাম্পের পাশে ফেলে পালিয়ে যান।

১১ নভেম্বর থেকে আশরাফুলের ফোন বন্ধ থাকায় পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে। ১৩ নভেম্বর শাহবাগ থানা–পুলিশ ড্রাম দুটি থেকে এক পুরুষের বিচ্ছিন্ন দেহাংশ উদ্ধার করে, যা আঙুলের ছাপের মাধ্যমে আশরাফুল হকের বলে শনাক্ত হয়।

ঘটনার পর আশরাফুলের বোন শাহবাগ থানায় হত্যা মামলা করেন। র‍্যাব-৩ প্রযুক্তিগত সহায়তায় শামীমাকে গ্রেপ্তার করে এবং তার তথ্য অনুযায়ী শনিরআখড়ার বাসা থেকে রক্তমাখা পোশাক, দড়ি, স্কচটেপসহ গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করে।

র‍্যাব বলছে, অভিযুক্তদের মূল উদ্দেশ্য ছিল ব্ল্যাকমেইল ও অর্থ আদায়। কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল কি না, তা জিজ্ঞাসাবাদে জানা যাবে। গ্রেপ্তার শামীমাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে