ঢাকা, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
Sharenews24

আয় ও মুনাফায় দুই বিএসআরএম-এর শক্তিশালী প্রত্যাবর্তন

২০২৫ নভেম্বর ১৫ ০৬:৫১:২৯
আয় ও মুনাফায় দুই বিএসআরএম-এর শক্তিশালী প্রত্যাবর্তন

নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) লিমিটেড ও বিএসআরএম স্টিলস লিমিটেডের আয় বেড়েছে। আয় বাড়ার পাশাপাশি আলোচ্য সময়ে তাদের নিট মুনাফাও বৃদ্ধি পেয়েছে। কোম্পানি দুটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএসআরএম লিমিটেড চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে আয় করেছে ২ হাজার ৩৪৫ কোটি টাকা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১ হাজার ৯০৫ কোটি টাকা। অর্থাৎ এক বছরে কোম্পানিটির আয় বেড়েছে ২৩ শতাংশ। এ সময়ে কর-পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ১২৩ কোটি ৯৭ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১১২ কোটি ৬১ লাখ টাকা। ফলে নিট মুনাফা বেড়েছে ১০ শতাংশ।

প্রথম প্রান্তিকে বিএসআরএম লিমিটেডের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ১৫ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ৩ টাকা ৭৭ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭১ টাকা ১৯ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য অর্থবছরে ইপিএস ছিল ২০ টাকা ৫৭ পয়সা এবং এনএভিপিএস হয়েছে ১৬৬ টাকা ৭৯ পয়সা।

অন্যদিকে, বিএসআরএম স্টিলস চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে আয় করেছে ২ হাজার ৬৩৮ কোটি টাকা, যা আগের অর্থবছরের একই প্রান্তিকে ছিল ১ হাজার ৫২৪ কোটি টাকা। এক বছরের ব্যবধানে আয়ের এই উত্থান ৭৩ শতাংশ। আলোচ্য সময়ে কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৯৭ কোটি ৬২ লাখ টাকা, যা আগের বছরের ৮৫ কোটি ২ লাখ টাকার তুলনায় প্রায় ১৬ শতাংশ বেশি।

প্রথম প্রান্তিকে বিএসআরএম স্টিলসের ইপিএস হয়েছে ২ টাকা ৬০ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ২ টাকা ২৬ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে এনএভিপিএস দাঁড়িয়েছে ৯৩ টাকা ৭৪ পয়সা।

সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানিটি ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য বছরে কোম্পানিটির ইপিএস ছিল ১৩ টাকা ৭৭ পয়সা এবং এনএভিপিএস হয়েছে ৯০ টাকা ৫২ পয়সা।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে