ঢাকা, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
Sharenews24

জয় বাংলা নিয়ে কাদের সিদ্দিকীর বিস্ফোরক মন্তব্য

২০২৫ নভেম্বর ১৪ ১৮:০০:০২
জয় বাংলা নিয়ে কাদের সিদ্দিকীর বিস্ফোরক মন্তব্য

নিজস্ব প্রতিবেদক: কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার জন্য কাউকে গ্রেপ্তার করা কোনোভাবেই মানায় না। তিনি বলেন, সরকার যেভাবে একপাক্ষিকভাবে কাজ করছে, তা দেশের রাজনীতি ও সমাজের জন্য শুভ নয়।

শুক্রবার দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটিতে নিজের গ্রামে বড় ভাই, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আবদুল লতিফ সিদ্দিকী কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর বাবা-মায়ের কবর জিয়ারতের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী আরও বলেন, “শেখ হাসিনাকে এজন্য ধন্যবাদ যে তিনি আমাদের আগে অধ্যাপক ইউনূসকে চিনেছেন। আমরা অনেক পরে চিনলাম। বঙ্গবন্ধুর ঘরবাড়ি ভাঙা ঠিক হয়নি। এটা প্রতিহতভাবে সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হয়নি; এটি একতরফা কাজ।” তিনি মন্তব্য করেন, “দুই-তিন মাস কিছু বিষয় মেনে নেওয়া যায়, কিন্তু পরবর্তীতে যেসব কর্মকাণ্ড চলছে তা সম্পূর্ণ একতরফা।”

সদ্য কারামুক্ত সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, “বঙ্গবন্ধু যদি নিহত না হতেন তাহলে ধারা তৈরি হতো। আজও দেশে ধারা তৈরি হয়নি। কারণ কারোই রাষ্ট্র দর্শন নেই। দেশকে গড়তে হলে রাষ্ট্র চিন্তাকে পরিষ্কার করতে হবে।”

এ সময় স্থানীয়রা কাদের সিদ্দিকী ও আব্দুল লতিফ সিদ্দিকীকে উচ্ছ্বাসের সঙ্গে স্বাগত জানায় এবং অনেকেই জয় বাংলা স্লোগান দিতে দেখা যায়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে