ঢাকা, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
Sharenews24

বিটিআরসির নতুন নিয়ম না জানলে বিপদ!

২০২৫ নভেম্বর ১৫ ১১:০৮:৩১
বিটিআরসির নতুন নিয়ম না জানলে বিপদ!

নিজস্ব প্রতিবেদক: দেশে ব্যবহৃত সব মোবাইল হ্যান্ডসেট আগামী ১৬ ডিসেম্বর এর মধ্যে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ফলে এর আগে নেটওয়ার্কে ব্যবহৃত কোনো হ্যান্ডসেট আলাদাভাবে নিবন্ধনের প্রয়োজন নেই।

তবে ব্যবহারকারীরা চাইলে খুব সহজেই তাদের ফোন নিবন্ধিত কি না তা যাচাই করতে পারবেন। এ জন্য ইন্টারনেট সংযোগেরও প্রয়োজন নেই—মাত্র কয়েকটি ধাপ অনুসরণ করলেই হবে।

কয়েক ধাপে যেভাবে জানবেন আপনার মোবাইল নিবন্ধিত কি না

ধাপ–১:

মোবাইল ফোন থেকে *১৬১৬১# নম্বরে ডায়াল করুন।

ধাপ–২:

স্ক্রিনে প্রদর্শিত বক্সে আপনার ফোনের ১৫-সংখ্যার IMEI নম্বর লিখে পাঠান।

ধাপ–৩:

কয়েক সেকেন্ডের মধ্যেই ফিরতি এসএমএসে আপনার হ্যান্ডসেটের বর্তমান নিবন্ধন অবস্থা জানিয়ে দেওয়া হবে।

বিটিআরসি জানিয়েছে, চাইলে ব্যবহারকারীরা

– neir.btrc.gov.bd ওয়েবসাইটে সিটিজেন পোর্টালে লগইন করে, অথবা

– মোবাইল অপারেটরের নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টার থেকেও নিবন্ধন অবস্থা যাচাই করতে পারবেন।

১৬ ডিসেম্বরের পর নতুন ফোন কেনার ক্ষেত্রে আলাদা নিয়ম

১৬ ডিসেম্বরের পর যেকোনো উৎস থেকে (বিক্রয় কেন্দ্র, অনলাইন মার্কেটপ্লেস, ই-কমার্স ইত্যাদি) নতুন মোবাইল হ্যান্ডসেট কিনলে আগে থেকেই বৈধতা যাচাই করা বাধ্যতামূলক হবে। নতুন ফোনটি বৈধ হলে তা স্বয়ংক্রিয়ভাবে এনইআইআর সিস্টেমে নিবন্ধিত হয়ে যাবে।

নতুন ফোন কিনলে রসিদ অবশ্যই সংরক্ষণ করতে হবে।

নতুন ফোনের বৈধতা যাচাই যেভাবে করবেন (এসএমএস পদ্ধতি)

ধাপ–১:

মেসেজ অপশনে গিয়ে লিখুন—

KYD ১৫ সংখ্যার IMEI নম্বর

উদাহরণ: KYD 123456789012345

ধাপ–২:

এটি পাঠান ১৬০০২ নম্বরে।

ধাপ–৩:

ফিরতি এসএমএসে জানিয়ে দেওয়া হবে ফোনটি বৈধ কি না।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে