ঢাকা, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
Sharenews24

পাঁচ ব্যাংকের শেয়ার নিয়ে গর্ভণরের ঘোষণা চুড়ান্ত নয়: অর্থ উপদেষ্টা

২০২৫ নভেম্বর ০৯ ২২:৪০:১৩
পাঁচ ব্যাংকের শেয়ার নিয়ে গর্ভণরের ঘোষণা চুড়ান্ত নয়: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : একীভূত হওয়ার প্রক্রিয়াধীন পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যে বক্তব্য দিয়েছেন, তা এখনো চূড়ান্ত নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, বিষয়টি সরকার পর্যবেক্ষণ করছে এবং এ নিয়ে সরকারের সিদ্ধান্তই হবে চূড়ান্ত।

রোববার (০৯ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন অর্থ উপদেষ্টা।

তিনি বলেন, “আমরা বলেছি—বিষয়টি আমরা দেখব। বাংলাদেশ ব্যাংকের গভর্নর যেটা বলেছেন, সেটাই চূড়ান্ত কথা নয়।”

সম্প্রতি একীভূত করার প্রক্রিয়ায় থাকা পাঁচটি ব্যাংক নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ঘোষণা দেন যে, এসব ব্যাংকের শেয়ারগুলোর মূল্য শূন্য হিসেবে গণ্য হবে এবং শেয়ারধারীদের কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না।

উল্লেখিত পাঁচ ব্যাংক হলো—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল), এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর গত ৫ নভেম্বর এক সংবাদ সম্মেলনে বলেন, “এই ব্যাংকগুলোর আর্থিক অবস্থার কারণে তাদের শেয়ারের কোনো মূল্য নেই। তাই একীভূতকরণের সময় শেয়ারগুলোর মূল্য শূন্য হিসেবে বিবেচিত হবে, এবং কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না।”

তবে অর্থ উপদেষ্টার বক্তব্যে স্পষ্ট হয়েছে, সরকারের দৃষ্টিতে বিষয়টি এখনো আলোচনাধীন। সরকার চাইলে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করা যেতে পারে।

এর আগে, গত ৬ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল—ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশের অধীনে এই পাঁচ ব্যাংকের একীভূতকরণের প্রক্রিয়ায় সাধারণ বিনিয়োগকারী বা শেয়ারধারীদের স্বার্থ সংরক্ষণের সুযোগ নেই। তবে, সরকার চাইলে ক্ষুদ্র শেয়ারধারীদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে।

এদিকে বাজার সংশ্লিষ্টরা বলছেন, গভর্নরের ঘোষণার পর ব্যাংক খাতের শেয়ার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই শেয়ার বিক্রি করে বাজার থেকে সরে যাচ্ছেন। তবে সরকারের উচ্চপর্যায় থেকে বিষয়টি পুনর্বিবেচনার ইঙ্গিত পাওয়ায় নতুন করে আশা দেখছেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে