ঢাকা, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
Sharenews24

সাকিবকে নিয়ে আসিফ আকবরের মন্তব্যে বিতর্ক 

২০২৫ নভেম্বর ১৫ ১৫:৪৩:৪১
সাকিবকে নিয়ে আসিফ আকবরের মন্তব্যে বিতর্ক 

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে সাকিব আল হাসানের ফেরার সম্ভাবনা খুবই কম বলে মত দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর। তার দাবি, সাকিব অনুশোচনা না দেখালে জাতীয় দলের জার্সি গায়ে দেওয়ার সুযোগ মিলবে না।

দেড় বছর ধরে দেশের বাইরে থাকা সাকিব ২০২৪ সালের জুলাইয়ের রাজনৈতিক অস্থিরতার পর থেকে বাংলাদেশে ফেরেননি। সে সময় তিনি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ভারত সফরের পর থেকে তিনি জাতীয় দলের হয়ে মাঠেও নামেননি।

ক্রিকেটভিত্তিক এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আসিফ আকবর বলেন, “সাকিব যদি অনুশোচনাহীন থাকে, তবে আমি বাংলাদেশের হয়ে তার খেলার সম্ভাবনা দেখি না। বর্তমান যে অ্যাটিটিউডে তিনি আছেন, তাতে আমিও চাইব না তিনি খেলুন।”

তিনি আরও বলেন, “যদি তিনি অনুশোচনা করেন, ক্ষমা চান—তাহলে পরিস্থিতি ভিন্ন হতে পারে। সাকিবকে আগের সাকিব আল হাসান হয়ে ফিরতে হবে।”

তবে সমালোচনার মাঝেও সাকিবের ক্রিকেটীয় প্রভাব ও অর্জনের প্রশংসা করেন আসিফ। তার ভাষায়, “সাকিব আল হাসান ইজ সাকিব আল হাসান। তিনি একটি ব্র্যান্ড—এমন ক্রিকেটার ১০০ বছরেও আসবে না।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে