ঢাকা, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
Sharenews24

ক্যামেরা নিয়ে সাংবাদিকদের অনুপ্রবেশ ফুঁসে উঠলেন রিপন মিয়া

২০২৫ অক্টোবর ১৩ ১৪:০৪:২০
ক্যামেরা নিয়ে সাংবাদিকদের অনুপ্রবেশ ফুঁসে উঠলেন রিপন মিয়া

নিজস্ব প্রতিবেদক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া কিছু টিভি সাংবাদিকের অনভিপ্রেত কর্মকাণ্ডে ব্যথিত ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। সোমবার (১৩ অক্টোবর) নিজের ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টে তিনি অভিযোগ করেন, কয়েকজন সাংবাদিক অনুমতি ছাড়াই তার পরিবারকে ভিডিও করেছেন এবং ঘরের ভেতর ঢুকে অপ্রাসঙ্গিক প্রশ্ন করেছেন।

রিপন লেখেন,“আজ, সোমবার, ঢাকা থেকে কয়েকজন টিভি সাংবাদিক আমার বাড়িতে এসেছেন। তারা কোনো অনুমতি ছাড়াই আমার পরিবারের ভিডিও করতে থাকেন। এমনকি আমার ঘরের ভেতর মহিলারা থাকার পরও তারা অনুমতি না নিয়ে ভিতরে ঢুকে পড়েন। দূরে ক্যামেরা রেখে উল্টাপাল্টা প্রশ্ন করেন।”

তিনি আরও বলেন,“আমি কোনোদিন চাইনি আমার পরিবারকে দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় টাকা কামাই করতে। আমার পরিবারের সদস্যরা কখনো মিডিয়ার মুখোমুখি হননি, এবং শিক্ষাগতভাবেও কেউ সুবিধাজনক অবস্থানে নেই।”

ফেসবুক পোস্টে রিপন লিখেছেন,“আমি রিপন মিয়া। ২০১৬ সাল থেকে ৯ বছর ধরে মানুষের ভালোবাসায় বড় হয়েছি। কোনোদিন কারও ক্ষতি করিনি। কিন্তু আজ এমন ঘটনা ঘটেছে যা আমার হৃদয়ে গভীর ক্ষতের মতো বাজলো।”

তিনি অভিযোগ করেন, বিভিন্ন সময় তাকে পেজ হ্যাকের চেষ্টা, প্রাণনাশের হুমকি ও টিভি ইন্টারভিউ না দেওয়ার কারণে চাপের মুখে পড়তে হয়েছে।

সাংবাদিকদের নাম প্রকাশ না করলেও রিপন স্পষ্ট বার্তা দেন—“এই ঘৃণ্য কাজটি যারা করেছেন, তারা নিজেদের বিবেককে প্রশ্ন করুন। টাকার জন্য এভাবে ভিডিও করে যদি পরিবারকে খাওয়াতে পারেন, তবে আমার আর কিছু বলার নেই।”

সবশেষে রিপন সবাইকে ভালো থাকার প্রার্থনা জানান এবং নিজের জন্য দোয়া চেয়ে বলেন,“আমি কাউকে ছোট করতে চাই না। শুধু চাই—কেউ যেন বিনা অনুমতিতে আমার পরিবারের মতো সরল মানুষদের অসম্মান না করে।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে