ঢাকা, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
Sharenews24

বলিউড কুইনের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বৈঠক

২০২৫ অক্টোবর ০৯ ১৫:৩২:৪২
বলিউড কুইনের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বৈঠক

নিজস্ব প্রতিবেদক : বলিউড ও ব্রিটেনের মধ্যে নতুন এক সাংস্কৃতিক ও অর্থনৈতিক অধ্যায় রচিত হলো বুধবার। ভারত সফরের অংশ হিসেবে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার পরিদর্শন করেন মুম্বাইয়ের যশ রাজ ফিল্মস (YRF) স্টুডিও, যেখানে তিনি সাক্ষাৎ করেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি ও যশ রাজ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে।

স্টারমার জানান,“যশ রাজ ফিল্মসের সঙ্গে যৌথ উদ্যোগে ২০২৬ সালেই ব্রিটেনে তিনটি নতুন হিন্দি ছবির শুটিং শুরু হবে। এর মাধ্যমে ৩,০০০-এর বেশি কর্মসংস্থান তৈরি হবে।”

তিনি আরও বলেন,“বলিউড আবার ব্রিটেনে ফিরছে— এটা শুধু সিনেমার জন্য নয়, বরং আমাদের দুই দেশের জনগণের বন্ধন আরও দৃঢ় করার সুযোগ। এটি হবে বিনিয়োগ, কর্মসংস্থান ও সৃজনশীলতা বিনিময়ের নতুন যুগ।”

YRF-এর CEO অক্ষয় বিধানি বলেন,“ব্রিটেন সবসময়ই আমাদের হৃদয়ের খুব কাছে। আমাদের কালজয়ী ছবি দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে (DDLJ)-এর শুটিং হয়েছিল সেখানেই। এখন প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই নতুন চুক্তি স্বাক্ষর আমাদের জন্য গর্বের।”

তিনি আরও জানান,ডিডিএলজে-এর ৩০ বছর পূর্তি উপলক্ষে ব্রিটেনে হবে বিশেষ আয়োজন।

বর্তমানে YRF তৈরি করছে ‘Come Fall in Love’ নামের একটি ইংরেজি মিউজিক্যাল, যা অনুপ্রাণিত ডিডিএলজে থেকেই, এবং সেটিও ব্রিটেনে মঞ্চস্থ হবে।

বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ শুধু অর্থনৈতিক নয়, সাংস্কৃতিক সম্পর্কেও নতুন দিগন্ত উন্মোচন করবে। সৃজনশীল শিল্প, আন্তর্জাতিক কনটেন্ট ও সফট পাওয়ার বিনিময়ে ভারত ও যুক্তরাজ্যের বন্ধন আরও মজবুত হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে