ঢাকা, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
Sharenews24

তিন কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা 

২০২৫ অক্টোবর ১২ ২১:৩৯:৩৯
তিন কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা 

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি— ক্রাউন সিমেন্ট, স্কয়ার ফার্মা এবং স্কয়ার টেক্সটাইল—২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করার জন্য বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ক্রাউন সিমেন্টের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে ১৯ অক্টোবর বিকেল ৩টায়, যেখানে কোম্পানির ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণীসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হবে।

স্কয়ার টেক্সটাইলের বোর্ড সভা অনুষ্ঠিত হবে ২১ অক্টোবর বিকেল ৩টায়, এবং স্কয়ার ফার্মার সভা অনুষ্ঠিত হবে ২১ অক্টোবর বিকেল ৪টায়। এই বোর্ড সভায় সংশ্লিষ্ট কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন এবং বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

২০২৪ সালে ক্রাউন সিমেন্ট ২১ শতাংশ ক্যাশ, স্কয়ার টেক্সটাইল ৩২ শতাংশ ক্যাশ এবং স্কয়ার ফার্মা ১১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৪ থেকে মার্চ’২৫), ক্রাউন সিমেন্টের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৫৬ পয়সা, যা আগের বছরের একই সময়ে ৫ টাকা ৯০ পয়সা ছিল।

অন্যদিকে, স্কয়ার ফার্মার শেয়ারপ্রতি আয় ২১ টাকা ১৫ পয়সা, আগের বছরের ১৮ টাকা ২৪ পয়সা। আর স্কয়ার টেক্সটাইলের ইপিএস হয়েছে ৫ টাকা ১০ পয়সা, আগের বছর ছিল ৪ টাকা ১০ পয়সা।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে