ঢাকা, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
Sharenews24

সেনা সদস্যদের হেফাজতে নেওয়ার ঘটনায় জামায়াতের বিবৃতি প্রকাশ

২০২৫ অক্টোবর ১২ ১৬:৫২:০২
সেনা সদস্যদের হেফাজতে নেওয়ার ঘটনায় জামায়াতের বিবৃতি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধ ও গুম-খুনের অভিযোগে সেনাবাহিনীর ১৫ জন কর্মকর্তাকে হেফাজতে নেওয়ার ঘটনাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

রোববার (১২ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন,“গুম ও খুনের মতো গুরুতর অপরাধে জড়িত সেনাবাহিনীর কতিপয় কর্মকর্তাকে বিচারের আওতায় আনার প্রক্রিয়া শুরু হওয়া একটি সাহসী ও সময়োপযোগী পদক্ষেপ। দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে জাতি গর্বিত থাকতে চায়।”

তিনি আরও বলেন,“দুঃখজনক হলেও সত্য, কিছু সেনা কর্মকর্তা দেশের আইন ও মানবাধিকারের প্রতি সম্মান দেখাতে ব্যর্থ হয়েছেন। তারা ফ্যাসিস্ট সরকারের প্ররোচনায় প্রতিপক্ষ নিধনের এজেন্ডা বাস্তবায়নে অন্ধভাবে সহযোগিতা করেছেন। এর ফলে দেশে গুম ও খুনের এক আতঙ্কজনক পরিবেশ তৈরি হয়েছিল, যা কোনো জাতির জন্যই কাম্য নয়।”

পরওয়ার বলেন,“সুনির্দিষ্ট কয়েকজন কর্মকর্তার অপরাধের দায় সমগ্র বাহিনীর ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়। অপরাধীর দায় শুধুই তার নিজস্ব। সেনাবাহিনীর সাম্প্রতিক উদ্যোগ প্রমাণ করে, তারা বিচারপ্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতার পক্ষে অবস্থান নিয়েছে।”

তিনি আশা প্রকাশ করেন,“এ বিচারপ্রক্রিয়ায় কোনো ধরনের অবিচার না হয়ে প্রকৃত অপরাধীরাই উপযুক্ত শাস্তি পাবেন। এতে বিচারব্যবস্থার প্রতি জনগণের আস্থা যেমন বাড়বে, তেমনি ভবিষ্যতে অন্য কেউ এ ধরনের অপরাধ করতে সাহস পাবে না।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে