ঢাকা, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
Sharenews24

হাসিনার বিচার লাইভে সম্প্রচার চলার সময়েই সাইবার হামলা

২০২৫ অক্টোবর ১২ ১৫:১২:৩৩
হাসিনার বিচার লাইভে সম্প্রচার চলার সময়েই সাইবার হামলা

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের সরাসরি সম্প্রচারের সময় সংশ্লিষ্ট ফেসবুক পেজে সাইবার হামলা হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

রবিবার (১২ অক্টোবর) দুপুরে গণমাধ্যমকে তিনি বলেন,“সাইবার হামলার ঘটনা ঘটলেও পেজটি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে।”

আলোচিত এ মামলায় ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত alleged মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে চলমান যুক্তিতর্ক পর্ব শুরু হয় রবিবার সকাল থেকেই। প্রসিকিউশনের পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

পরবর্তী ধাপে আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা তাদের পক্ষে বক্তব্য দেবেন। সবশেষে প্রসিকিউশন তাদের যুক্তি খণ্ডন করবেন।

আদালত সূত্রে জানা গেছে, পরবর্তী কয়েকটি কার্যদিবস এই যুক্তিতর্ক চলবে, এরপর মামলাটি রায়ের পর্যায়ে যাবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে