ঢাকা, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
Sharenews24

আবু ত্বহা আদনানকে নিয়ে আবারও চাঞ্চল্যকর তথ্য দিলেন স্ত্রী

২০২৫ অক্টোবর ১২ ১৫:১৫:২৯
আবু ত্বহা আদনানকে নিয়ে আবারও চাঞ্চল্যকর তথ্য দিলেন স্ত্রী

নিজস্ব প্রতিবেদক : রংপুরের জনপ্রিয় ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে ঘিরে নতুন বিতর্কের জন্ম দিয়েছে তার স্ত্রী সাবিকুন নাহার সারার ফেসবুক পোস্ট। তার স্বামী আবু ত্ব-হা মোহাম্মদ আদনানের গোপন প্রেম নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন তিনি, যা সামাজিক যোগাযোগ মাধ্যম ও ভক্ত-অনুসারীদের মধ্যে তুমুল আলোচনার জন্ম দিয়েছে।

সাবিকুন নাহার সারা তার ফেসবুক পোস্টে অভিযোগ করেছেন যে, আবু ত্ব-হা মোহাম্মদ আদনান জাবিন জেরিন নামে এক এয়ার হোস্টেসের প্রেমে মজেছেন। জেরিন জেরিন তার ১৫ বছর পূর্বের কলেজ লাইফের প্রিয়তমা এবং বর্তমানে একজন এয়ার হোস্টেস। পূর্বে আবু ত্ব-হার পরিবার তাকে অর্থের অভাবে প্রত্যাখ্যান করেছিল। এখন তিনি ডিসপ্যারেটলি আবু ত্ব-হাকে চাচ্ছেন।

সারা আরও অভিযোগ করেন যে, আবু ত্ব-হা ও জাবিন জেরিন নিয়মিত চ্যাট বক্সে অনুভূতি আদান-প্রদানসহ ঘণ্টার পর ঘণ্টা তার নুরাইন সেন্টারে বসে ফোনে কথা বলেন। এমনকি আবু ত্ব-হা সেই নারীর সঙ্গে লং ড্রাইভে যাওয়ার ইচ্ছা পোষণ করেন এবং সেন্টারে এসে অফিসের রুমে সাক্ষাৎ করেন। তিনি জানান, আবু ত্ব-হার ভক্তদের দেওয়া টাকায় গড়া তার প্রতিষ্ঠানগুলো বিভিন্ন আয়োজন ও ক্লাসের নামে যেকোনো নারীর সাথে একান্তে দেখা করার কারখানা। তার ভাষ্যমতে, আবু ত্ব-হা মুখে সহ-শিক্ষা পদ্ধতির বিরোধিতা করলেও তার নিজের প্রতিষ্ঠানগুলোতে নারী-পুরুষ অবাধে মেলামেশার বিশাল আয়োজন করেন। বিভিন্ন কোর্সের ক্লাসের নামে মেয়েদের সাথে সরাসরি বসা ও আলোচনা চলে।

সাবিকুন নাহার উল্লেখ করেছেন যে, তিনি আবু ত্ব-হার সংশোধনের আশায় আগের পোস্টগুলো ডিলিট করেছিলেন, কিন্তু তিনি শুধরাননি। তিনি নিজেকে মিথ্যাবাদী নন দাবি করে বলেন, "নিছক সন্দেহের বশে লেখার তো প্রশ্নই আসেনা"। তিনি আরও জানান, তিনি নানাভাবে আক্রমণের শিকার হয়েছেন এবং আরও হবেন, কিন্তু তিনি স্বার্থপর বা খ্যাতি বিলাসী নন।

তার পোস্ট থেকে আরও জানা যায়, আবু ত্ব-হা ইতিপূর্বে রাঙ্গাপুরের এক মেয়েকে (যিনি তাদের কোনো এক মোরা প্রতিযোগীতার স্টুডেন্ট ছিলেন) ইফতার পড়ানোর নাম করে বিয়ে করার কথা দিয়েও পরে নানা অজুহাত দেখিয়ে অস্বীকার করেন। তিনি জানান, পরবর্তীতে সেই এয়ার হোস্টেসকে যখন আবু ত্ব-হা বিয়ে করেন, তখন সেই আলেম মেয়েকে আবার নানা অজুহাত দেখিয়ে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে বলেন, "আপনি বিয়ে করে নিন ভালো হলো"।

শেষে সাবিকুন নাহার সারা বলেন, আল্লাহ যেন তাকে হেদায়েত করেন, কারণ তিনি সবচেয়ে বড়। তিনি তার রবের কাছে ক্ষমা প্রার্থনা করেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে