ঢাকা, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
Sharenews24

সেপ্টেম্বর মাসে বিদেশিদের আগ্রহ বেড়েছে দুই কোম্পানিতে

২০২৫ অক্টোবর ১২ ২১:৪৩:৩১
সেপ্টেম্বর মাসে বিদেশিদের আগ্রহ বেড়েছে দুই কোম্পানিতে

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি— ব্র্যাক ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক পিএলসি—চলতি বছরের সেপ্টেম্বর মাসে বিদেশি বিনিয়োগে পরিবর্তন দেখিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও আমারস্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্র্যাক ব্যাংক

ব্র্যাক ব্যাংকের মোট শেয়ার সংখ্যা ১৯৯ কোটি ৯ লাখ ২৬ হাজার ১৬৭টি, এবং পরিশোধিত মূলধন ১ হাজার ৯৯০ কোটি ৯৩ লাখ টাকা। মোট শেয়ারের মধ্যে বিদেশি বিনিয়োগকারীদের অংশ আগস্টে ছিল ৩৬.০৬ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে বেড়ে ৩৬.১৬ শতাংশ হয়েছে। বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে আছে ৪৬.১৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১১.৬০ শতাংশ, এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৬.০৭ শতাংশ শেয়ার।

ইস্টার্ন ব্যাংক

ইস্টার্ন ব্যাংকেরমোট শেয়ার সংখ্যা ১৮ কোটি ৭০ লক্ষ ৩৮ হাজার ৮৪৩ টি এবং পরিশোধিত মূলধন ১৮৭ কোটি ৩ লক্ষ ৮ হাজার ৮৪৩ টাকা। মোট শেয়ারের মধ্যে বিদেশি বিনিয়োগকারীদের কাছে আগস্ট মাসে ছিল ০.৫৭ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ০.১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ০.৬৭ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ৩১.৪৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে৪২.৩৬শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২৫.৫৩ শতাংশ শেয়ার।

প্রসঙ্গত, দেশের শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগকারীদের শীর্ষস্থান ধরে রেখেছে ব্র্যাক ব্যাংক। গত এক বছরেরও বেশি সময় ধরে ব্যাংকটি বিদেশি বিনিয়োগের শীর্ষে রয়েছে।

বিদেশিদের শেয়ারধারণের দ্বিতীয় স্থানে রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, যেখানে সেপ্টেম্বর শেষে বিদেশিদের শেয়ার কমে দাঁড়িয়েছে ৩৩.০৭ শতাংশ, আগের মাসে যা ছিল ৩৩.৪২ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, যার শেয়ারধারণ কমে হয়েছে ২৭.২৬ শতাংশ, আগের মাসে যা ছিল ২৭.৩৪ শতাংশ।

তহা/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে